শিলিগুড়ি, 11 অক্টোবর: টানা বৃষ্টির জেরে ধসে বিপর্যস্ত প্রতিবেশি রাজ্য সিকিমের একাংশ । পাশাপাশি বৃষ্টির জেরে বিপর্যস্ত দার্জিলিং ও কালিম্পংয়ের জনজীবনও । সিকিমের অধিকাংশ রাস্তাতেই ধসের কারণে আটকে পড়তে হয়েছিল বহু পর্যটকদের (Tourist Stuck in Hills) । ফলে ঘুরতে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতার সাক্ষী থাকল দেশ-বিদেশি পর্যটকরা ।
তবে জীবন হাতে নিয়ে কোনওভাবে প্রাণে বেঁচে শিলিগুড়িতে ফিরে এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে সিকিম ফেরত পর্যটকরা । দক্ষিণবঙ্গের অনেক পর্যটকরা ধসের কারণে ট্রেন ধরতে পারেননি । ফলে তাঁদের জন্য কলকাতাগামী বাসের ব্যবস্থা করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম । মঙ্গলবার সিকিম থেকে আটকে থাকা ওই পর্যটকদের উদ্ধার করে কলকাতায় এনবিএসটিসির বাসে বাড়ি ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে (NBSTC Special Bus Service) ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস রয়েছে, 9 থেকে 13 অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার পাশাপাশি সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে । সেই সঙ্গে ধসেরও অশনি সংকেত ছিল । আর গত কয়েকদিন ধরে লাগাতার টানা বৃষ্টিতে প্রতিবেশি রাজ্য সিকিমের বিভিন্ন জায়গায় ধসে বিপর্যস্ত একাধিক এলাকা । 10 নম্বর জাতীয় সড়কে ধসের কারণে বন্ধ হয়ে যায় বাংলা-সিকিম লাইফ লাইন । বিশেষ করে উত্তর সিকিমের বেশ কয়েকটি জায়গাতে ধসের কারণে একপ্রকার স্তব্ধ যান চলাচল ।