পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Modi-Mamata : মমতাকে 'ধন্যবাদ' মোদির মন্ত্রী নিশীথের - BJP

জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এখন নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায় যুযুধান দুইপক্ষ ৷ তাই নিশীথ প্রামাণিকের এই মন্তব্য ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ৷

narendra modi minister nisith pramanik praises mamata banerjee
Modi-Mamata : মোদির মন্ত্রী নিশীথের মুখে মমতার প্রশংসা

By

Published : Oct 23, 2021, 7:52 PM IST

Updated : Oct 23, 2021, 7:59 PM IST

শিলিগুড়ি, 23 অক্টোবর : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক (Union Home MoS Nisith Pramanik) ৷

প্রশাসনিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এই ঘটনাকে আপাত নিরীহ বলেই মনে হবে ৷ প্রশাসনিক স্তরে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাল কাজের প্রশংসা করতেই পারেন কেন্দ্রের কোনও মন্ত্রী ৷

আরও পড়ুন :Dinhata Bye Election : দিনহাটার উপ-নির্বাচনে জয় নিয়ে বাকযুদ্ধ সায়নী-নিশীথের

কিন্তু রাজনৈতিক দিক থেকে বিচার করলে এই মন্তব্যকে বিস্ফোরক বললেও অত্যুক্তি করা হবে না ৷ কারণ, রাজনীতির ময়দানে নিশীথের দল বিজেপি ও মমতার দল তৃণমূল কংগ্রেস একেবারে বিপরীত মেরুতে অবস্থান করে ৷ আরও স্পষ্ট করে বললে জাতীয়স্তরের রাজনীতিতে এখন নরেন্দ্র মোদি (Narendra Modi) ও মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একে অপরের এক নম্বর শত্রু ৷

তাই মোদির মন্ত্রী পরিষদের এক সদস্যের এই মন্তব্য়ে স্বাভাবিকভাবেই জল্পনা ছড়িয়েছে ৷ তিনি ঠিক কী বলেছেন, সেটা জানতেই আগ্রহী সকলে ৷ আরও একটা প্রশ্নের উত্তর খুঁজছে বঙ্গ রাজনীতির তথ্যভিজ্ঞমহল ৷ তা হল, কোন প্রেক্ষাপটে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) ডেপুটি ?

আরও পড়ুন :Mamata Banerjee: পাহাড় সফরে মমতা, দলকে চাঙ্গা করার প্রস্তুতি শুরু তৃণমূলের

এখানে উল্লেখ করা প্রয়োজন যে আগামিকাল, রবিবার উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ পাহাড়ে টানা বৃষ্টিতে ধসের কারণে বিপর্যস্ত জনজীবন । সেই কারণে পাহাড়ের ধস কবলিত এলাকা পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী ৷ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তাঁর বৈঠকও হওয়ার কথা ৷

মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের এই প্রশংসা করেছেন নিশীথ প্রামাণিক ৷ শনিবার তিনি দিল্লি থেকে বিমানে শিলিগুড়ি আসেন ৷ তার পর চলে যান কোচবিহারে ৷ তার আগে বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেন, "মানুষ বিপদে পড়লে তাঁদের পাশে থাকাই কর্তব্য মুখ্যমন্ত্রীর । তাই উনি যে পদক্ষেপ করেছেন তার জন্য তাঁকে ধন্যবাদ ।’’

আরও পড়ুন :Bangladesh Violence : বাংলাদেশের ঘটনা মেনে নেওয়া যায় না, উদ্বেগ প্রকাশ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথের

তবে শুধু প্রশংসা করেই থেমে থাকেননি নিশীথ ৷ বরং কটাক্ষও করেছেন মমতাকে ৷ বলেছেন, ‘‘কিন্তু পাহাড়ের জন্য এটা তাঁর (মমতা) বিলম্বিত বোধোদয় ।"

তাঁর ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব বলেন, "ওঁর থেকে মুখ্যমন্ত্রীকে শিখতে হবে না কীভাবে মানুষের পাশে দাঁড়াতে হয় । মুখ্যমন্ত্রী 24 ঘন্টা মানুষের জন্য নিয়োজিত প্রাণ ।"

Last Updated : Oct 23, 2021, 7:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details