পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পুলিশ কর্মীদের জন্য মোবাইল ক্যান্টিন সহ চেঞ্জিংরুমের ব্যবস্থা শিলিগুড়িতে - পুলিশের ভ্রাম্যমান ভোজনালয়

করোনা পরিস্থিতিতে কার্যত লকডাউন ৷ আর তার জেরে দোকানপাট, হোটেল, রেস্তরাঁ বন্ধ রয়েছে ৷ এই পরিস্থিতিতে কর্তব্যরত পুলিশ কর্মীদের খাবার জুটছে না বললেই চলে ৷ তাঁদের জন্য শিলিগুড়ি শহরে পুলিশ কমিশনারেটের উদ্যোগে মোবাইল পুলিশ ক্যান্টিন ও মহিলা পুলিশ কর্মীদের জন্য মোবাইল চেঞ্জিংরুম কাম ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে ৷

কর্তব্যরত পুলিশকর্মীদের জন্য মোবাইল ক্যান্টিন সহ চেঞ্জিং রুমের ব্যবস্থা শিলিগুড়িতে
কর্তব্যরত পুলিশকর্মীদের জন্য মোবাইল ক্যান্টিন সহ চেঞ্জিং রুমের ব্যবস্থা শিলিগুড়িতে

By

Published : Jun 24, 2021, 6:12 PM IST

শিলিগুড়ি, 24 জুন : দিন নেই, রাত নেই, সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যস্ত পুলিশ কর্মীরা ৷ সেইসব পুলিশ কর্মীদের খাবারের ব্যবস্থা করতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট নয়া উদ্যোগ গ্রহণ করল ৷ আজ থেকে শহরের বিভিন্ন প্রান্তে ডিউটিতে থাকা পুলিশ কর্মীদের জন্য মোবাইল পুলিশ ক্যান্টিন চালু করা হল ৷ পুলিশ কর্মীদের এই ক্যান্টিনে মিলবে নিরামিষ ও আমিষের পদ ৷ পাশাপাশি মহিলা পুলিশ কর্মীদের জন্য চালু করা হয়েছে মোবাইল চেঞ্জিংরুম ৷ পুলিশ কমিশনার গৌরব শর্মা এই ক্যান্টিন উদ্বোধন করেন ৷ শহরের বিভিন্ন প্রান্তে মোতায়েন থাকা পুলিশ কর্মীদের সময়মতো খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করে দেবে পুলিশের ক্যান্টিন অন হুইলস ৷ জানা গিয়েছে, প্রতিদিন অন্তত 100 জন পুলিশ কর্মীর খাবারের ব্যবস্থা করা হবে ৷

আরও পড়ুন : শিলিগুড়িতে দু’টি পৃথক অভিযানে 25 লাখ টাকার গাঁজা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার

পুলিশ কর্মীদের কখনও কোনও নির্দিষ্ট স্থানে ডিউটি থাকে না ৷ আবার রোদ-ঝড়-জল মাথায় করে কর্তব্য পালন করতে হয় ৷ সেই কর্তব্যের টানে কখনও কখনও খাবারও জোটে না ৷ আবার করোনা আবহে কার্যত লকডাউনের জেরে বাজারঘাট এবং রাস্তার পাশের দোকানপাট বন্ধ ৷ সময়মতো খাবারও জোটে না ৷ সেই সব পুলিশ কর্মীদের খাবারের ব্যবস্থা করতে এগিয়ে এল মোবাইল পুলিশ ক্যান্টিন ৷ আবার মহিলা পুলিশ কর্মীদের জন্য মোবাইল চেঞ্জিংরুম কাম ওয়াশরুমেরও ব্যবস্থা করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনার ৷

কর্তব্যরত পুলিশ কর্মীদের জন্য পুলিশ কমিশনারেটের উদ্যোগ, দেখুন ভিডিয়ো...

এবিষয়ে এ পুলিশ কর্মী বিকে তামাং বলেন, "পুলিশ কমিশনারকে অনেক ধন্যবাদ ৷ কর্তব্যরত পুলিশ কর্মীদের ডিউটিতে থাকার সময় খাবার খেতে পারেন না ৷ আবার করোনার জেরে দোকানপাট সবসময় খোলা থাকে না ৷ ফলে এই মোবাইল পুলিশ ক্যান্টিন পুলিশ কর্মীদের মুখে খাবার পৌঁছে দেবে ৷"

ABOUT THE AUTHOR

...view details