শিলিগুড়ি, 16 সেপ্টেম্বর: 10 বছরের নাবালককে অপহরণ করে মোটা টাকা হাতানোর ছক ছিল মাসি শম্পা সাহার । কিন্তু, অপহরণের 18 ঘণ্টার মধ্যেই পুলিশের জালে ধড়া পড়লেন তিনি । পুলিশের জালে আরও এক যুবক । ধৃতের নাম সুজিত দেবনাথ । আজ তাদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে । ধৃত ওই মহিলার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি প্রেস কার্ড । পুলিশের অনুমান ওই মহিলা প্রেস কার্ডকে কাজে লাগিয়ে একাধিক অপরাধমূলক কাজ করেছেন অতীতেও ।
শুক্রবার দুপুরের পর থেকেই আচমকা নিখোঁজ হয়ে যায় উত্তর শান্তিনগরের 10 বছরের দিলীপ সাহা । অনেক খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান না পেয়ে সন্দেহ হয় পরিবারের লোকেদের । অপহরণের অভিযোগ দায়ের করা হয় আশিঘর থানায় । অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে 18 ঘণ্টার মধ্যেই সাফল্য পেল পুলিশ । ফোন কলের সূত্র ধরে কালিম্পঙের একটি হোটেল থেকে অপহৃতকে উদ্ধার করা হয় । গ্রেপ্তার করা হয় অপহরণের সঙ্গে যুক্ত দু'জনকে ।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের DCP (ইস্ট) ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, ওই কিশোরকে অপহরণ করে প্রথমে মুক্তিপণ হিসেবে 50 লাখ টাকা চাওয়া হয়েছিল ৷ এর পর অংকটা 28 লাখে নামে । সমস্ত অভিযোগ পেতেই তদন্ত শুরু করা হয় । তদন্তের শুরুতেই মাটিগাড়া এলাকায় ধৃত ওই মহিলার এক আত্মীয়ার বাড়িতে হানা দিয়ে কালিম্পঙের হোটেলের ঠিকানা পাওয়া যায় । সেই সঙ্গে অভিযুক্তের ফোনের অবস্থানের উপর নজর রাখা হচ্ছিল ৷
অপহৃত কিশোরের মা শেফালি সাহা বলেন, গতকাল সকাল থেকে আমার বোন বেশ কয়েক বার ফোন করে ছেলে-মেয়ের খোঁজ নিচ্ছিল ৷ আমি বাইরে থাকায় বাড়িতে থাকা আর একটি মোবাইলেও ফোন করে । আমার ছেলেকে বাড়ির বাইরে ডাকে খাওয়ানোর কথা বলে ৷ এরপর থেকেই আমার ছেলের খোঁজ ছিল না । তখন থেকেই সন্দেহ হয় ।" এখন ছেলেকে ফিরে পেয়ে খুশি তিনি । অন্যদিকে, ওই কিশোরের বাবা বকুল সাহা বলেন, "আত্মীয় স্বজনের উপর ভরসা থাকছে না । দু'জনেরই কঠোর শাস্তি চাই ৷