শিলিগুড়ি, 18 অগস্ট : রাজ্য সরকার যদি চ্যালেঞ্জ করে । তবে সেই চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা রয়েছে বিজেপির । আর সেই চ্যালেঞ্জ গ্রহণ করেই বিজেপি এগিয়ে চলেছে । এমনই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ প্রসঙ্গত, আজ সকালে নারায়ণী সেনা এবং রাজবংশীদের সমাজের প্রতিনিধিদের নিয়ে শহিদ সম্মানে বেরোনোর কথা ছিল নিশীথ প্রামাণিকের ৷ কিন্তু, কোভিডবিধি লঙ্ঘন করে ভিড় করায় শিলিগুড়ি পুলিশ নারায়ণী সেনা সহ বহু বিজেপি কর্মীকে বিভিন্ন জায়গায় আটকে দেয় ৷ সেই প্রেক্ষিতেই আজ এ কথা বলেছেন তিনি ৷
নারায়ণী সেনা এবং অন্যান্য বিজেপি কর্মীদের আটক করার খবর পেতেই নিশীথ প্রামাণিক শিলিগুড়ির বিজেপি বিধয়াক শঙ্কর ঘোষের সঙ্গে যোগাযোগ করেন ৷ তিনি এবং নিশীথ প্রামাণিক পুলিশের সঙ্গে কথা বলে আটক বিজেপি কর্মী এবং নারায়ণী সেনার সদস্যদের ছাড়ানোর ব্য়বস্থা করেন ৷ নারায়ণী সেনার সদস্যদের মুক্তি দিতেই নিশীথ তাঁদের নিয়ে শিলিগুড়ির নৌকাঘাট মোড়ে যান ৷ সেখানে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মালা পরান কোচবিহারের সাংসদ ৷ এর পর সেখান থেকে নিজেদের কর্মসূচির উদ্দেশ্যে বের হন তিনি ৷