শিলিগুড়ি, 28 মে : বর্ষার সময় শহরের জলযন্ত্রণার সমাধানে এখন থেকেই প্রস্তুত শিলিগুড়ি পৌরনিগম । শহরে জমা জলের সমস্যা সমাধানে পৌর এলাকার টোপোগ্রাফিক ম্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে পৌরনিগম । পাশাপাশি জলমগ্ন এলাকা এখন থেকেই চিহ্নিত করে সেসব জায়গার নিকাশি ব্যবস্থার কাজে জোর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে ।
শুক্রবার নিকাশি ব্যবস্থা নিয়ে শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসনিক কার্যালয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয় । বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব সহ সদস্য অলোক চক্রবর্তী, রঞ্জন সরকার, বিবেক বৈদ্য ও পৌর আধিকারিকরা । এদিন বৈঠকের পর গৌতম দেব শহরের জল জমার বিষয়ে বিগত বাম পরিচালিত বোর্ডকে একহাত নেন ।
আরও পড়ুন :2 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে নারদ-জামিন 4 হেভিওয়েটের
বিগত বোর্ড অপরিকল্পিতভাবে কাজ করার পাশাপাশি নিকাশি ব্যবস্থার কাজ ঠিক মত না করায় শহরে বর্ষার সময় একাধিক এলাকা অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে বলে অভিযোগ করেন তিনি । এদিন বৈঠকের পর গৌতমবাবু বলেন, "পৌর এলাকার জলমগ্ন জায়গা এখনই চিহ্নিত করে নিকাশির কাজ শুরু করা হবে । শহরের 25টি মূল হাইড্রেন যুদ্ধকালীন তৎপরতায় পরিষ্কার করা হবে । কোন কোন এলাকায় জল জমা হয়, তা চিহ্নিত করতে সার্ভে করে একটি ম্যাপ তৈরি করা হবে । সেখানে জমা জলের অনুপাত অনুযায়ী লাল, হলুদ ও সবুজ এলাকায় ভাগ করা হবে । এতে কাজে অনেকটা সুবিধা হবে ।"
তিনি আরও বলেন, ‘‘অপরিকল্পিত নিকাশি ব্যবস্থার কারণে অল্প বৃষ্টিতেই শহর জলমগ্ন হয়ে পরে । নিকাশির কাজের জন্য পুর ও নগরোন্নয়ন বিভাগ অথবা উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগ থেকে আর্থিক সাহায্য চাইবে শিলিগুড়ি পৌরনিগম ।’’