পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Salim on SMP Poll : শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটে বামেরাই জিতবে, দাবি সেলিমের - শিলিগুড়ি মহকুমা পরিষদ

আগামী রবিবার শিলিগুড়ি মহকুমা পরিষদে ভোট (Siliguri Mahakuma Parishad Election 2022) ৷ সোমবার শিলিগুড়িতে প্রচারে গিয়েছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (CPIM State Secretary MD Salim) ৷ সেখানে তিনি দাবি করেন, শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটে বামেরাই জিতবে ৷

md-salim-confident-to-win-in-siliguri-mahakuma-parishad-election-2022
Salim on SMP Poll : শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটে বামেরাই জিতবে, দাবি সেলিমের

By

Published : Jun 20, 2022, 8:05 PM IST

দার্জিলিং, 20 জুন : মহকুমা পরিষদ নির্বাচনে (Siliguri Mahakuma Parishad Election 2022) শাসকদলের গুন্ডামি, মস্তানি, টাকা, হুমকি কাজ করবে না । মহকুমা পরিষদ বামেদের দখলেই থাকবে । সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনী প্রচারে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (CPIM State Secretary MD Salim) ।

এদিন তিনি খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতে প্রচারে যান । বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের 11 টি পঞ্চায়েত সদস্য, তিনজন পঞ্চায়েত সমিতি ও দু’জন মহকুমা পরিষদ আসনের প্রার্থীর হয়ে প্রচার সারেন তিনি । মহম্মদ সেলিম ছাড়াও এদিনের প্রচারে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সিপিএমের আহ্বায়ক জীবেশ সরকার-সহ অন্যান্যরা (Md Salim Confident to win in Siliguri Mahakuma Parishad Election 2022) ।

বরাবরই শিলিগুড়ি মহকুমা পরিষদ বামেদের দখলে ছিল । গত মহকুমা পরিষদ নির্বাচনেও মহকুমা পরিষদ দখল করে বামেরা । কিন্তু 22টি পঞ্চায়েত সমিতির আসনের মধ্যে 14টি দখল করেছিল বাম । কিন্তু পরবর্তীতে দলবদলের পালায় 14টি থেকে কমে বামেদের দখলে পঞ্চায়েত সমিতির আসন কমে দাঁড়ায় 10টিতে । এরপর বিধানসভা নির্বাচন ও পরে শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনে শাসকদলের জয়ে বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করছে রাজনৈতিকমহল । তবে এবারও মহকুমা পরিষদ নিজেদের দখলে রাখতে মরিয়া বামেরা ।

Salim on SMP Poll : শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটে বামেরাই জিতবে, দাবি সেলিমের

মহম্মদ সেলিম বলেন, "আমরা এবারও আশাবাদী জিতব । পঞ্চায়েত সমিতি ও মহকুমা পরিষদ আমাদের দখলে ছিল । পৌরনিগম ও পঞ্চায়েত ভোট আলাদা । ফলে প্রভাব খাটবে না । এবারও আমরা লড়াইয়ে থাকব ।"

আরও পড়ুন :Agnipath Protest : অগ্নিপথের বিরুদ্ধে বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভকে ঘিরে উত্তেজনা শিলিগুড়িতে

ABOUT THE AUTHOR

...view details