শিলিগুড়ি, 13 মে: শিলিগুড়ি পৌরনিগমে তাঁদের মেয়াদ শেষে প্রশাসক বোর্ডে কারা বসবেন তা নিয়ে অন্ধকারে মেয়র অশোক ভট্টাচার্য। আজ তিনি বলেন, "শুনেছি মন্ত্রী গৌতম দেব জানিয়েছেন, কলকাতার ধাঁচেই শিলিগুড়িতে প্রশাসক বোর্ড গঠন হবে মেয়রকে মাথায় রেখে। কিন্তু স্পষ্ট জানাতে চাই, সরকারের তরফে এখনও কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। সরকারি নির্দেশ এলে দল ও বর্তমান বোর্ডের মেয়র পারিষদদের নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি দলগতভাবে লড়াই চলবে তৃণমূলের বিরুদ্ধেও।"
কোরোনা পরিস্থিতিতে পৌরভোট করার অবস্থা নেই। এমত অবস্থায় শিলিগুড়ি পৌরনিগমে বাম বোর্ডের মেয়াদ শেষে কী হবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। দিন দুয়েক আগে এই বিষয়ে মন্তব্য করেন মন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, "কলকাতা পৌরনিগমে যেভাবে প্রশাসক বোর্ড গঠন করা হয়েছে, সেই ধাঁচেই শিলিগুড়িতে মেয়র অশোক ভট্টাচার্যকে মাথায় রেখে প্রশাসক বোর্ড গঠন করা হবে।" তাঁর কথায়, "সরকারের এই সিদ্ধান্তই প্রমাণ করে এই বিষয়ে রাজনীতি করতে চায় না তৃণমূল। বরং দলতন্ত্রের ঊর্ধ্বে উঠে কাজ করছে রাজ্য সরকার।"