পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

প্রশাসক বোর্ড নিয়ে সরকারি নির্দেশ পাননি, জানালেন অশোক - গৌতম দেব

শিলিগুড়ি পৌরনিগমে বাম বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে আগামী 16 মে। এরপর প্রশাসক বোর্ডে কে বা কারা বসবেন তা নিয়ে অন্ধকারে মেয়র অশোক ভট্টাচার্য। তিনি জানান, এই বিষয়ে কোনও সরকারি নির্দেশ এখনও পাইনি।

Siliguri Municipal corporation
শিলিগুড়ি

By

Published : May 13, 2020, 8:08 PM IST

শিলিগুড়ি, 13 মে: শিলিগুড়ি পৌরনিগমে তাঁদের মেয়াদ শেষে প্রশাসক বোর্ডে কারা বসবেন তা নিয়ে অন্ধকারে মেয়র অশোক ভট্টাচার্য। আজ তিনি বলেন, "শুনেছি মন্ত্রী গৌতম দেব জানিয়েছেন, কলকাতার ধাঁচেই শিলিগুড়িতে প্রশাসক বোর্ড গঠন হবে মেয়রকে মাথায় রেখে। কিন্তু স্পষ্ট জানাতে চাই, সরকারের তরফে এখনও কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। সরকারি নির্দেশ এলে দল ও বর্তমান বোর্ডের মেয়র পারিষদদের নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি দলগতভাবে লড়াই চলবে তৃণমূলের বিরুদ্ধেও।"

কোরোনা পরিস্থিতিতে পৌরভোট করার অবস্থা নেই। এমত অবস্থায় শিলিগুড়ি পৌরনিগমে বাম বোর্ডের মেয়াদ শেষে কী হবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। দিন দুয়েক আগে এই বিষয়ে মন্তব্য করেন মন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, "কলকাতা পৌরনিগমে যেভাবে প্রশাসক বোর্ড গঠন করা হয়েছে, সেই ধাঁচেই শিলিগুড়িতে মেয়র অশোক ভট্টাচার্যকে মাথায় রেখে প্রশাসক বোর্ড গঠন করা হবে।" তাঁর কথায়, "সরকারের এই সিদ্ধান্তই প্রমাণ করে এই বিষয়ে রাজনীতি করতে চায় না তৃণমূল। বরং দলতন্ত্রের ঊর্ধ্বে উঠে কাজ করছে রাজ্য সরকার।"

মন্ত্রীর সেই বক্তব্যের প্রেক্ষিতে আজ সাংবাদিক বৈঠকে অশোক ভট্টাচার্য বলেন, "আমার পাওয়ার কিছু নেই। আমাদের মেয়াদ শেষ হয়ে এল। প্রয়োজনে একটি পুঁটুলি আর আমার চেম্বারে রবীন্দ্রনাথের একটা ছবি আছে, তা নিয়ে চলে যাব।"

এরপরই পৌরনিগমের প্রশাসক বোর্ড প্রসঙ্গে শিলিগুড়ির মেয়র বলেন, "এই বিষয়ে এখনও কিছু জানা নেই। আগামী 16 মে অবধি দায়িত্বে থাকব। ওইদিনই শেষবারের মতো নির্বাচিত পৌরবোর্ডের সদস্যরা পৌরনিগমে আসবেন।"

অশোক ভট্টাচার্য আরও বলেন, "আমরা চাইছি আইন মেনেই প্রশাসক বোর্ড গঠন হোক। সেক্ষেত্রে কারা বোর্ডে থাকবেন তা এখনও জানি না। মন্ত্রী গৌতম দেব জানিয়েছেন, আমাকে মাথায় রেখেই বোর্ড গঠন করা হবে। কিন্তু আমি এই বিষয়ে কিছুই জানি না। আগে অর্ডার আসুক। তারপর দলে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ করব। তাছাড়া মাথায় রাখবেন, মন্ত্রী গৌতম দেব নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী নন। তাই অর্ডার না দেখে আগ বাড়িয়ে কিছুই বলতে চাই না।"

ABOUT THE AUTHOR

...view details