শিলিগুড়ি, 18 জুলাই : বিধানমার্কেট ইশুতে পর্যটন মন্ত্রী গৌতম দেবের এক্তিয়ার নিয়ে আজ প্রশ্ন তুললেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য । তাঁর যুক্তি, SJDA (শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ)-এর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার রয়েছে পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের । এর সঙ্গে পর্যটন দপ্তরের কোনও সম্পর্ক নেই । কিন্তু গৌতমবাবু নিজেই মিটিং ডেকে বসেছেন । আজ শিলিগুড়ি পৌরনিগমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবিষয়ে গৌতম দেবের সমালোচনা করেন অশোকবাবু ।
আরও পড়ুন : বিধান মার্কেটে বেআইনি নির্মাণ নিয়ে চাপানউতোর মন্ত্রী ও তৃণমূল কাউন্সিলরের, আসরে কংগ্রেসও
সম্প্রতি শিলিগুড়ির বিধানমার্কেটে অবৈধ নির্মাণ ইশুতে সরব হন গৌতমবাবু । তিনি বলেন, "এসব প্রশ্রয় দেওয়া হবে না । অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে । কেউ যদি এই কাজে বাধা দেয় তাঁকে গ্রেপ্তার করা হবে ।" এরপরই তিনি আধিকারিকদের নির্দেশ দেন অবৈধ নির্মাণ ভাঙার ব্যাপারে নোটিশ জারি করার । মন্ত্রীর এই নির্দেশের পরই রাস্তা অবরোধ করে প্রতিবাদে সামিল হয় ব্যবসায়ীরা । যদিও গৌতমবাবু নিজের সিদ্ধান্তে অনড় থেকেই নোটিশ জারি করেন । পাশাপাশি তিনি ব্যবসায়ীদের তিনদিন সময়সীমা বেঁধে দেন ।