শিলিগুড়ি, 21ফেব্রুয়ারি : শিলিগুড়ি পৌরনিগমের ভোটের আগে এবার বেশকিছু জনমোহিনী সিদ্ধান্ত বাস্তবায়িত করতে চাইছে বাম পৌরবোর্ড । আজ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে অশোক ভট্টাচার্য জানিয়েছেন এখন থেকে পৌরনিগমের বিশুদ্ধ পানীয় জল যেসব BPL পরিবার ব্যবহার করেন তাদের জল কর দিতে হবে না । এর পাশাপাশি দুই কাঠা জমিতে যেসব মানুষ বাড়ি তৈরি করবেন তাদের প্ল্যান পাশ করানোর প্রয়োজন পড়বে না ।
আজ শিলিগুড়িতে অশোক ভট্টাচার্য বলেন, ‘‘BPL পরিবারের ক্ষেত্রে জলকর দিতে হবে না ৷ এতে কয়েক হাজারের বেশি উপভোক্তা উপকৃত হবে ।’’ এতদিন জল পরিষেবার পাইপলাইন পেতে অর্ধেক মূল্য দিতে হত BPL পরিবারদের ৷ এবার আরও একটি সুবিধা সংযোজন হল ৷ দারিদ্র্যসীমার নিচে মানুষদের জলকর দিতে হবে না ৷