জলপাইগুড়ি, 21 মার্চ : কর্মসূত্রে অনেকেই ভিন রাজ্যে থাকেন ৷ কোরোনা আতঙ্কে তাঁরা বাড়ি ফিরে আসছেন ৷ কিন্তু, তাঁদের অনেকেই নিজের গ্রামে ঢুকতে পারছেন না বলে অভিযোগ ৷ ভিনরাজ্য থেকে আসা অনেকের অভিযোগ, তাঁদের গ্রামে গিয়ে অসুবিধের মুখোমুখি হতে হচ্ছে ৷ তাঁদের গ্রামে থাকতে দেওয়া হচ্ছে না ৷ ঘটনা জলপাইগুড়ির ৷ এই পরিস্থিতিতে জলপাইগুড়ি জেলার মানুষের উদ্দেশে বার্তা দিল জেলা স্বাস্থ্য বিভাগ ৷ ভিন রাজ্য থেকে বাড়ি ফিরে আসা অনেকেই নিজেদের গ্রামে গিয়ে অসুবিধের মুখে পড়ছেন ৷ এই কথা স্বীকার করে নিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ রমেন্দ্রনাথ প্রামাণিকের বার্তা, "ভিন রাজ্য থেকে বাড়িতে ফিরে আসা মানুষদেরকে নিয়ে আতঙ্কিত হবেন না । তাঁরা আমাদেরই লোক, তাঁদের পাশে দাঁড়ান ।"
রমেন্দ্রনাথবাবু বলেন,"ভিন রাজ্য থেকে আসা মানুষদের কোরোনা সংক্রমণ আছে কি না তা আমরা দেখব । প্রয়োজনে তাদের আলাদাভাবে বাড়িতে রাখুন । তবে গ্রাম থেকে তাড়িয়ে দেবেন না ৷"