পশ্চিমবঙ্গ

west bengal

শিলিগুড়িতে কোরোনা আক্রান্ত আরও 1

স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, আক্রান্ত যুবক শিলিগুড়ির 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৷ তিনি দিল্লি থেকে ফিরে বাড়ি পৌঁছালে আপত্তি জানান স্থানীয় বাসিন্দারা । এরপর দিল্লি থেকে ফিরে 1 নম্বর ওয়ার্ডে এক আত্মীয়ের বাড়িতেই গত কয়েকদিন ছিলেন তিনি ।

By

Published : May 23, 2020, 8:51 PM IST

Published : May 23, 2020, 8:51 PM IST

one infected with covid-19 in siliguri
শিলিগুড়িতে কোরোনা আক্রান্ত আরও 1

শিলিগুড়ি, 23 মে : ফের শিলিগুড়িতে কোরোনা আক্রান্ত আরও এক যুবক । জানা গেছে, গত 16 মে দিল্লি থেকে ফিরেছিলেন তিনি ।

স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, আক্রান্ত যুবক শিলিগুড়ির 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৷ তিনি দিল্লি থেকে ফিরে বাড়ি পৌঁছালে আপত্তি জানান স্থানীয় বাসিন্দারা । এরপর দিল্লি থেকে ফিরে 1 নম্বর ওয়ার্ডে এক আত্মীয়ের বাড়িতেই গত কয়েকদিন ছিলেন তিনি ।

গত 20 মে ওই যুবকের সোয়াব সংগ্রহ করা হয় স্বাস্থ্য দপ্তরের তরফে । তা পরীক্ষার পর রিপোর্ট আসে স্বাস্থ্য দপ্তরে । দেখা যায় কোরোনায় আক্রান্ত ওই যুবক । ওই যুবককে চিকিৎসার জন্য মাটিগাড়া কোরোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পাশাপাশি, ওই যুবকের পরিবারকে কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয়েছে ৷ এছাড়াও ওই যুবক কাদের সংস্পর্শে এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের তরফে । পাশাপাশি, ওই এলাকা জীবাণুমুক্ত করার উদ্যোগ নিয়েছে প্রশাসন ।

অন্যদিকে, সিকিমেও মিলল কোরোনা আক্রান্তের খোঁজ ৷ দেশজুড়ে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও এতদিন কোরোনামুক্ত ছিল সিকিম ৷ এবার দক্ষিণ সিকিমের রাবাংলায় এক কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ স্বাস্থ্য দপ্তর সুত্রে খবর, সম্প্রতি দিল্লি থেকে ফেরেন রাবাংলার বাসিন্দা ওই ব্যক্তি । উপসর্গ দেখা দেওয়ায় তাঁর লালারসের নমুনা পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে । টেস্টে ওই ব্যক্তি কোরোনা আক্রান্ত বলে জানানো হয় । এটিই সিকিমে প্রথম কোরোনা কেস বলে জানা গেছে ।

ABOUT THE AUTHOR

...view details