পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পারিবারিক বিবাদের জেরে মৃত 2 , গ্রেপ্তার 5 - পারিবারিক বিবাদের জেরে শিলিগুড়িতে খুন হল এক শিশু ও স্বামী

পারিবারিক বিবাদের জেরে শিলিগুড়িতে খুন হল এক শিশু ও স্বামী ৷ স্থানীয়দের অভিযোগ, ওই ব্যক্তির স্ত্রীয়ের পরিবারের লোকেরাই তাদের উপর চড়াও হয়ে তাদের খুন করে ৷

Man died in Siliguri by Wife family arrested 5
পারিবারিক বিবাদের জেরে মৃত 2 , গ্রেপ্তার 5

By

Published : Jul 11, 2020, 4:29 PM IST

খড়িবাড়ি, 11 জুলাই : পারিবারিক বিবাদের জেরে খুন একশিশু-সহ 2 জন । ঘটনায় গুরুতর আহত একই পরিবারের আরও 3 জন । গতকাল রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ির খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাতিডোবাতে । ঘটনায় গ্রেপ্তার 5 জন ।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক বছর আগে ওই এলাকার বাসিন্দা সঞ্জয় সরকারের সাথে জলপাইগুড়ির বাসিন্দা মৌচাকি সরকারের বিয়ে হয় । বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হত । গতকাল রাতে মৌচাকির পরিবারের লোকজন খড়িবাড়িতে এসে সঞ্জয়ের পরিবারের উপর চড়াও হয় । সঞ্জয়ের শ্যালক ধারালো অস্ত্র দিয়ে সঞ্জয় ও তার দাদা সঞ্জীব সরকার, বৌদি দীপ্তি সরকার, বোন জোৎস্না সরকার ও ভাইঝি তৃষা সরকারের উপর চড়াও হয় ৷ এরপর সঞ্জয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় , তাকে তড়িঘড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ বাকি পরিবারের সদস্যদেরও হাসপাতালে পাঠানো হয় । সেখানে তার সঞ্জয়ের ভাইঝিরও মৃত্যু হয় । পরিবারের বাকি 3 জনের অবস্থা গুরুতর । ঘটনার জেরে খড়িবাড়ি পুলিশ মৌচাকি-সহ তার মা, দাদা, মামা ও এক গাড়ির চালককে গ্রেপ্তার করেছে । পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে ৷

ABOUT THE AUTHOR

...view details