পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

brown sugar seized : মাটিগাড়ায় 70 লক্ষের মাদক ও বিপুল নগদ-সহ গ্রেফতার যুবক - মাটিগাড়া

শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়া থেকে গ্রেফতার যুবক ৷ ধৃতের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ উঠেছে ৷ ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 70 লক্ষ টাকার মাদক ও 1 লক্ষ 70 হাজারের নগদ ৷

man arrested with brown sugar worth 70 lakh near siliguri
Siliguri Brown Sugar Recover : মাটিগাড়ায় 70 লক্ষের মাদক ও বিপুল নগদ-সহ গ্রেফতার যুবক

By

Published : Oct 17, 2021, 5:59 PM IST

শিলিগুড়ি, 17 অক্টোবর :ফের বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার হল 70 লক্ষ টাকার মাদক ও 1 লক্ষ 70 হাজারের নগদ ৷ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতারও করেছে মাটিগাড়া থানার পুলিশ ৷

আরও পড়ুন :Siliguri Drug : শিলিগুড়িতে বাজেয়াপ্ত 2.5 কোটির ব্রাউন সুগার, গ্রেফতার 1

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানটি চালানো হয় শনিবার মাঝরাতে ৷ শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া এলাকায় তল্লাশি চালায় পুলিশ ৷ সেই অভিযানেই মাদক পাচারের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয় ৷ ধৃতের নাম মহম্মদ ইমতিয়াজউল ওরফে নন্দু বাউ ৷ তার বাড়ি মাটিগাড়া থানারই শুটকিহাটি এলাকায় ৷

আরও পড়ুন :মালদায় পিকআপ ভ্যানে উদ্ধার 10 লাখের ব্রাউন সুগার

মাটিগাড়া থানা সূত্রে খবর, ধৃত যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে 270 গ্রাম ব্রাউন সুগার ৷ যার আনুমানিক বাজারদর 70 লক্ষ টাকা ৷ পাশাপাশি, উদ্ধার করা হয়েছে নগদ 1 লক্ষ 70 হাজার টাকা ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে এর আগেও একাধিকবার মাদক পাচারের অভিযোগ উঠেছে ৷ ধৃতকে রবিবার শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক তার জামিনের আবেদন খারিজ করে দেন ৷ বদলে অভিযুক্তকে সাতদিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন তিনি ৷ পাচারের ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details