পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata on Tribal Development : আদিবাসীদের উন্নয়নের প্রায় সব কাজ শেষ, শিলিগুড়িতে জানালেন মুখ্যমন্ত্রী - আদিবাসীদের উন্নয়নের প্রায় সব কাজ শেষ

মঙ্গলবার উত্তরকন্যায় আদিবাসী পরামর্শদাতা পরিষদের দ্বিতীয় বৈঠক হয় (Tribal Advisory Council Meeting at Uttarkanya) ৷ সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন (Bengal CM Mamata Banerjee at Siliguri) ৷ বৈঠক শেষে বেরিয়ে তিনি জানান, আদিবাসীদের উন্নয়নের প্রায় সব কাজ শেষ ৷

mamata banerjee says her govt almost done all development for tribal
Mamata on Tribal Development : আদিবাসীদের উন্নয়নের প্রায় সব কাজ শেষ, শিলিগুড়িতে জানালেন মুখ্যমন্ত্রী

By

Published : Feb 15, 2022, 3:57 PM IST

শিলিগুড়ি, 15 ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গে আদিবাসীদের জন্য উন্নয়নের প্রায় সব কাজ শেষ করে ফেলেছে সরকার ৷ মঙ্গলবার শিলিগুড়িতে এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee at Siliguri) ৷ এখানেই না থেমে আদিবাসীদের আরও উন্নয়ন হোক, এমনটাও তিনি চান বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

এদিন উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যায় আদিবাসী পরামর্শদাতা পরিষদের দ্বিতীয় বৈঠকের আয়োজন করা হয়েছিল (Tribal Advisory Council Meeting at Uttarkanya) ৷ সেই বৈঠক থেকে বেরিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata on Tribal Development) ৷ তিনি বলেন, "আমরা আদিবাসীদের উন্নয়নে প্রায় সব কাজই করেছি । আমরা চাই আদিবাসীদের উন্নয়ন হোক । তারা এগিয়ে যাক ।’’

একই সঙ্গে তিনি বলেন, ‘‘আমরা ইতিমধ্যে আদিবাসীদের জমি হস্তান্তর বন্ধ করে দিয়েছি । আদিবাসীদের ঘর আমরা করে দেব । কমিটির সদস্যরা খুশি । বাকি যা প্রস্তাব এসেছে সেগুলোও দেখা হবে ।"

এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, জলপাইগুড়ির ডিভিশনাল কমিশনার এ আর বর্ধন, রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী বুলুচিক বরাইক, উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী ও সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু-সহ অন্যান্যরা (BJP MP Khagen Murmu Attends Mamata Banerjee Meeting) ।

Mamata on Tribal Development : আদিবাসীদের উন্নয়নের প্রায় সব কাজ শেষ, শিলিগুড়িতে জানালেন মুখ্যমন্ত্রী

বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, "এই বৈঠকে আমাদের ডাকা হয়েছে । এতে তৃণমূল কংগ্রেসে যোগের কোনও বিষয় নেই । জেলায় যে বৈঠক হয় সেগুলোতে বিজেপির প্রতিনিধিদের ডাকা হয় না । এই বৈঠকে আদিবাসীদের উন্নয়নে আমরা কিছু প্রস্তাব দিয়েছি । আমরা এমনিতে সন্তুষ্ট । কিন্তু প্রস্তাবগুলো লাগু ও বাস্তবায়িত করতে হবে ।"

আরও পড়ুন :COVID Norms in Bengal : বাচ্চাদের স্কুল খোলার পাশাপাশি রাজ্যে আরও শিথিল কোভিড বিধি

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details