পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata On Sandhya Mukhopadhyay : গীতশ্রীকে শেষ শ্রদ্ধা জানাতে উত্তরবঙ্গ সফর কাটছাঁট, ফিরছেন মমতা

মঙ্গলবার সন্ধ্যায় প্রয়াত হয়েছেন কিংবদন্তী গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় ৷ খবর পেয়ে থেকেই শিল্পীর সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata On Sandhya Mukhopadhyay) ৷ শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতেই উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে কলকাতা ফিরছেন মুখ্য়মন্ত্রী ৷ উত্তরবঙ্গের আর এক কিংবদন্তী বাপ্পি লাহিড়ীর প্রয়াণেও শোকবার্তা জানিয়েছেন তিনি ৷

Mamata Banerjee On Sandhya Mukhopadhyay
ফিরছেন মমতা

By

Published : Feb 16, 2022, 10:25 AM IST

শিলিগুড়ি, 16 ফেব্রুয়ারি :প্রবাদপ্রতিম শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার সন্ধ্যায় শিল্পীর প্রয়াণের খবর পাওয়ামাত্রই উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে আজই কলকাতায় ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি । আজ বেলা 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত গীতশ্রীর দেহ থাকবে রবীন্দ্রসদনে । উত্তরবঙ্গ থেকে ফিরে সরাসরি সেখানেই উপস্থিত হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Sandhya Mukhopadhyay) ।

বরাবরই এই প্রবাদপ্রতিম শিল্পী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের ছিলেন । মৃত্যুর খবর পাওয়ার পর শিল্পীর সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, "আমায় খুব ভালবাসতেন উনি । সংগীতজগতের বড় ক্ষতি হয়ে গেল । বাংলা সংস্কৃতির বড্ড ক্ষতি হয়ে গেল । উনি অসুস্থ হওয়ার পর থেকে সকলে উদ্বিগ্ন ছিলেন । আমি নিয়মিত খবর নিতাম । মাঝখানে তাঁর শারীরিক অবস্থা ভাল হয়েছিল । কিন্তু মঙ্গলবার আমার কাছে খবর আসে যে তাঁর শারীরিক অবস্থার ফের অবনতি হয়েছে । এদিনে যে হঠাৎ কী হয়ে গেল । এত তাড়াতাড়ি যে এই ঘটনাটি ঘটে যাবে ভাবিনি । এত খারাপ লাগছে, তিনি এত ভালভাবে জীবন কাটিয়েছেন ৷ নিয়মানুবর্তিতা মেনে চলতেন ।"

আরও পড়ুন :Mamata Reaction on Sandhya Mukherjee Demise : সন্ধ্যা মুখোপাধ্যায়ও ভারতরত্ন, গীতশ্রীর প্রয়াণে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

অন্যদিকে আজ সকালেই প্রয়াত হন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ী (Mamata Banerjee on Bappi Lahiri) ৷ তাঁর মৃত্যুতেও শোকজ্ঞাপন করে টুইটে তিনি লিখেছেন, " কিংবদন্তী গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ীর অকাল প্রয়াণের খবর শুনে মর্মাহত ৷ আমাদের উত্তরবঙ্গের ছেলে নিঁখুত প্রতিভা ও কঠোর পরিশ্রমের দ্বারা সর্বভারতীয় খ্যাতি ও সাফল্যের চূড়ায় উন্নীত হন ৷ সঙ্গীত জগতে তাঁর অবদান আমাদের গর্বিত করেছে ৷"

আরও পড়ুন :Bappi Lahiri Passes Away : প্রয়াত জনপ্রিয় গায়ক বাপ্পি লাহিড়ী

ABOUT THE AUTHOR

...view details