শিলিগুড়ি, 3 নভেম্বর: দুই মাস পরীক্ষার মরশুম ৷ আর সেই সময়ে শিলিগুড়িতে চলবে লাগাতার লোডশেডিং । সোমবার শিলিগুড়িতে তা স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্য পর্যটনমন্ত্রী গৌতম দেব । তার দাবি বেশ কিছু ক্ষেত্রে পুরোনো সাবস্টেশনের আধুনিকীকরণ এবং মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় হয়ে পড়েছে সংস্কার । নেতিবাচক প্রভাব এড়াতে এ নিয়ে আগে ভাগেই স্থানীয় বাসিন্দাদের সহায়তা চাইলেন মন্ত্রী ।
শিলিগুড়িতে লোডশেডিংয়ের শঙ্কা ! বাসিন্দাদের পাশে থাকার আহ্বান মন্ত্রীর - শিলিগুড়িতে পর্যটন মন্ত্রী গৌতম দেব
ডিসেম্বর ও জানুয়ারি মাসে শিলিগুড়িতে ঢালাও লোডশেডিং হবে ৷ জানিয়ে দিলেন রাজ্য পর্যটনমন্ত্রী গৌতম দেব ৷ পরীক্ষার মাসে নেতিবাচক প্রভাব এড়াতে স্থানীয় বাসিন্দাদের কাছে সহায়তা চেয়েছেন মন্ত্রী ৷
ডিসেম্বর ও জানুয়ারি এই দুই মাস বিভিন্ন পরীক্ষা থাকে ৷ সে সময় লোডশেডিং হলে সমস্যা বাড়বে । শিলিগুড়ি মহকুমা এলাকায় 135 কোটি টাকা খরচ করে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা করছে রাজ্য বিদ্যুৎ দপ্তর ৷ এছাড়া এলাকার একাধিক সাবস্টেশনের মানোন্নয়নও করবে । দপ্তর সূত্রে জানা যায়, একাধিক ট্রান্সফর্মা সহ বৈদ্যুতিক তার পাল্টানো হবে । সে কারণেই পালা করে বিভিন্ন এলাকায় সকাল 10 টা থেকে বিকেল 4 টে পর্যন্ত চলবে লোডশেডিং ।
গতকাল শিলিগুড়িতে পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, "প্রতিনিয়ত বিদ্যুতের চাহিদা বাড়ছে । বাড়িতে বাড়িতে এসি, রুমহিটার চলছে । সেই কারণে পুরোনো সরবরাহ ব্যবস্থার আধুনিকীকরণের খুব প্রয়োজন ।"