পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

CAA নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না, মুখ্যমন্ত্রীকে অনুরোধ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর - Home Minister's statement on CAA

নিত্যানন্দ রাই বলেন, "রাজ্যে আইন-শৃঙ্খলার হাল ঠিক নেই।" CAA-র বিরোধিতায় মমতার আন্দোলন প্রসঙ্গে বলেন, "মুখ্যমন্ত্রী আগে আইন জানুন । আইনে কী লেখা হয়েছে তা পড়ুন । উত্তেজক ভাষণ দেবেন না। মতুয়াদের বড়মা বিনাপানিদেবীকে আপনি কথা দিয়েছিলেন সংখ্যালঘু হিন্দু শরণার্থীদের বিষয়টি দেখবেন। তাহলে এখন কেন বিরোধিতা করছেন?

CAA নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনুন
নিত্যানন্দ রাই

By

Published : Dec 31, 2019, 9:37 AM IST

শিলিগুড়ি, 31 ডিসেম্বর : মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবেন না, উত্তেজক ভাষণ দেবেন না । CAA আগে নিজে পড়ুন। আইন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য শুনুন। আইন নিয়ে বিভ্রান্তি স্পষ্ট হবে । মুখ্যমন্ত্রীর প্রতি এই অনুরোধ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই।


কোচবিহারে দলের 'অভিনন্দন যাত্রা'-য় যাওয়ার কথা ছিল নিত্যানন্দর ৷ কিন্তু দিল্লিতে কুয়াশার জেরে বিমান না ছাড়ায় বিকেলে শিলিগুড়িতে আসেন তিনি। বলেন, "রাজ্যে আইন শৃঙ্খলার হাল ঠিক নেই।" CAA-র বিরোধিতায় মমতার আন্দোলন প্রসঙ্গে বলেন, "মুখ্যমন্ত্রী আগে আইন জানুন । আইনে কী লেখা হয়েছে তা পড়ুন । উত্তেজক ভাষণ দেবেন না। মতুয়াদের বড়মা বিনাপানিদেবীকে আপনি কথা দিয়েছিলেন সংখ্যালঘু হিন্দু শরণার্থীদের বিষয়টি দেখবেন। তাহলে এখন কেন বিরোধিতা করছেন? আপনি লোকসভায় থাকাকালীন নিজেই এই আইনের পক্ষে কার্যত নিজের বক্তব্য রেখেছিলেন। তা থেকে পিছু হটছেন কেন?"

CAA কার্যকর করার বিষয়টি নিয়ে রাষ্ট্রমন্ত্রী বলেন, "আইন কার্যকর করার বিষয়টি রাজ্যের নয়, সংবিধান অনুযায়ী তা কেন্দ্রের এক্তিয়ারে পরে। তাই গোটা দেশের সঙ্গে এ রাজ্যেও ওই আইন কার্যকর হবেই।"

ABOUT THE AUTHOR

...view details