পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Leopard Death: নকশালবাড়ি জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় চিতাবাঘের মৃত্যু - Darjeeling

গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক চিতাবাঘের ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে নকশালবাড়ি ব্লকের গঙ্গারাম চাবাগান সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কে।

Leopard Death
নকশালবাড়িতে গাড়ির ধাক্কায় মৃত্যু চিতাবাঘের

By

Published : Nov 12, 2021, 1:10 PM IST

শিলিগুড়ি, 12 নভেম্বর: গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক চিতাবাঘের। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকের গঙ্গারাম চা বাগান সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, এদিন সকালে ওই চা বাগানের একজন নিরাপত্তা কর্মী জাতীয় সড়কের উপর চিতাবাঘটির ক্ষতবিক্ষত দেহ দেখতে পান। বিষয়টি দেখামাত্র তিনি চা বাগান কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান চাবাগানের ম্যানেজার কুলদীপ মিঞ্জ। তিনি বন দফতরে খবর দিলে বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যান।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, চিতাবাঘটির আনুমানিক বয়স এক বছর। জাতীয় সড়ক পারাপারের সময় কোনওভাবে গাড়ির নীচে চলে আসে। যার ফলে ঘটনাস্থলেই গাড়ির নীচে চাপা পরে মারা যায়। এর আগেও এই এলাকায় একই ধরনের ঘটনা ঘটেছিল। চা বাগানের ম্যানেজার কুলদীপ মিঞ্জ বলেন, "মাঝেমধ্যেই এলাকায় চিতাবাঘের দেখা মেলে। একাধিকবার গ্রাম থেকে ছাগল, শুয়োর নিয়ে গিয়েছে। একাধিক চিতাবাঘ রয়েছে এই এলাকায়। আতঙ্কে রয়েছি। কিন্তু এখন সয়ে গিয়েছে।"

আরও পড়ুন: ছটপুজোর সকালে শিলিগুড়িতে জলে ডুবে মৃত্যু যুবকের

কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের ডিএফও সুরত্ন শেরপা বলেন, "কী করে ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ওই এলাকায় চিতাবাঘের খোঁজে নজরদারি বাড়ানো হয়েছে। " প্রসঙ্গত, চলতি বছরের 18 জানুয়ারি একইভাবে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল একটি চিতাবাঘের। সেই সময় বাগডোগরার গয়াগঙ্গা চাবাগান ঘেঁষা এলাকার 31 নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছিল।

ABOUT THE AUTHOR

...view details