শিলিগুড়ি, 12 নভেম্বর: গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক চিতাবাঘের। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকের গঙ্গারাম চা বাগান সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, এদিন সকালে ওই চা বাগানের একজন নিরাপত্তা কর্মী জাতীয় সড়কের উপর চিতাবাঘটির ক্ষতবিক্ষত দেহ দেখতে পান। বিষয়টি দেখামাত্র তিনি চা বাগান কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান চাবাগানের ম্যানেজার কুলদীপ মিঞ্জ। তিনি বন দফতরে খবর দিলে বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যান।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, চিতাবাঘটির আনুমানিক বয়স এক বছর। জাতীয় সড়ক পারাপারের সময় কোনওভাবে গাড়ির নীচে চলে আসে। যার ফলে ঘটনাস্থলেই গাড়ির নীচে চাপা পরে মারা যায়। এর আগেও এই এলাকায় একই ধরনের ঘটনা ঘটেছিল। চা বাগানের ম্যানেজার কুলদীপ মিঞ্জ বলেন, "মাঝেমধ্যেই এলাকায় চিতাবাঘের দেখা মেলে। একাধিকবার গ্রাম থেকে ছাগল, শুয়োর নিয়ে গিয়েছে। একাধিক চিতাবাঘ রয়েছে এই এলাকায়। আতঙ্কে রয়েছি। কিন্তু এখন সয়ে গিয়েছে।"