পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Siliguri Corporation Poll 2022 : শিলিগুড়ি মডেলের ইতি, আলাদা আলাদা প্রার্থী ঘোষণা বাম-কংগ্রেসের - বামাদের প্রার্থী ঘোষণা

পৌর নির্বাচনের (Siliguri Corporation Poll 2022) আগে শিলিগুড়িতে বিশ বাঁও জলে বাম-কংগ্রেসের জোট (Left Front-Congress Alliance) ৷ কংগ্রেসের জেতা চার আসন ছেড়েই 42 আসনে প্রার্থী ঘোষণা বামেদের (Left Front Candiate List) ৷ ‘প্রাথমিকভাবে’ 15 আসনে প্রার্থী দিল কংগ্রেসও (Congress Candiate List) ৷ ‘শিলিগুড়ি মডেল’ ভাঙায় তৃণমূল, বিজেপির লাভ দেখছে ওয়াকিবহাল মহল ৷

left Front-congress alliance in trouble in siliguri corporation poll 2022
Siliguri Corporation Poll 2022 : শিলিগুড়িতে 42 আসনে প্রার্থী ঘোষণা বামদের, প্রাথমিকভাবে 15 ওয়ার্ডে প্রার্থী দিল কংগ্রেসও

By

Published : Dec 30, 2021, 7:57 PM IST

শিলিগুড়ি, 30 ডিসেম্বর :জোট (Left Front-Congress Alliance) নিয়ে জট অব্যাহত থাকা সত্ত্বেও কংগ্রেসের প্রতি ‘নিজেদের প্রতিশ্রুতি’ পালন করল বামেরা ৷ আসন্ন শিলিগুড়ি পৌর নির্বাচনের (Siliguri Corporation Poll 2022) জন্য আরও সাতটি আসনে প্রার্থী ঘোষণা করল তারা ৷ এর আগে 35 টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল বামফ্রন্ট (Left Front Candiate List) ৷ বৃহস্পতিবার আরও সাতটি ওয়ার্ডে প্রার্থীদের নাম ঘোষণা করা হল ৷ অর্থাৎ, সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট 42 টি আসনে প্রার্থী দিল বামফ্রন্ট ৷ প্রসঙ্গত, এদিনই সিপিএম নেতা অশোক ভট্টাচার্য সাংবাদিকদের বলেছিলেন, গতবারের পৌর নির্বাচনে যে চারটি আসনে কংগ্রেস জিতেছিল, সেই চারটিতে সিপিএম তথা বামফ্রন্ট কোনও প্রার্থী দেবে না ৷ সেই মতোই এদিন ওই চারটি আসনে কোনও প্রার্থী ঘোষণা করা হয়নি ৷ অন্যদিকে, এদিনই ‘প্রাথমিকভাবে’ শহরের 15 টি ওয়ার্ডে প্রার্থীদের নাম ঘোষণা করেছে কংগ্রেস (Congress Candiate List) ৷

আরও পড়ুন :Bengal Civic Poll 2022 : শিলিগুড়িতে 35 আসনে প্রার্থী ঘোষণা বামেদের, তালিকায় নতুন মুখ 27

শিলিগুড়ি পৌর এলাকায় মোট ওয়ার্ড রয়েছে 47টি ৷ এর মধ্যে গতবারের পৌর নির্বাচনে কংগ্রেস জিতেছিল 7, 16, 21 এবং 25 নম্বর ওয়ার্ডে ৷ সেবার প্রবল তৃণমূলী হাওয়ার মধ্যেও শিলিগুড়িতে সকলকে চমকে দিয়েছিল বাম-কংগ্রেস জোট ৷ শিলিগুড়ি পৌরনিগমের দখল নিয়েছিল এই জোট ৷ ‘শিলিগুড়ি মডেল’ নিয়ে চর্চাও চলেছিল জোরদার ৷ কিন্তু, এবার সেই মডেল ভেঙেই ‘একলা চলো’র ‘স্লোগান’ শোনা যায় বাম-কংগ্রেসের মুখে ৷ সূত্রের দাবি, আসন সমঝোতা না হওয়াতেই আসন্ন পৌরভোটে আলাদা আলাদা লড়াইয়ের সিদ্ধান্ত নেয় দু’পক্ষ ৷

এই প্রেক্ষাপটে প্রথমে প্রার্থী ঘোষণা করে বামফ্রন্ট ৷ প্রাথমিকভাবে 35টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে তারা ৷ তারপর বৃহস্পতিবার 15টি আসনে প্রার্থী ঘোষণা করে কংগ্রেসও ৷ দলের জেলা সভাপতি শঙ্কর মালাকার অবশ্য এখনই জোটের সম্ভাবনা উড়িয়ে দিতে নারাজ ৷ তাঁর বক্তব্য, আগামী 6 জানুয়ারি পর্যন্ত জোট নিয়ে বামেদের সঙ্গে আলোচনা করবেন তাঁরা ৷ আলোচনা যেভাবে এগোবে, সেই মতোই ধাপে ধাপে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে ৷ কিন্তু, ইতিমধ্যে বামফ্রন্ট আরও সাতটি আসনে প্রার্থী ঘোষণা করে দেওয়ায় সেই সম্ভাবনা আদৌ আর থাকল কিনা, সেই প্রশ্ন উঠছেই ৷

বামেদের বক্তব্য ছিল, গতবার কংগ্রেস যে চারটি আসনে জিতেছিল, এবার শুধুমাত্র সেই চারটি আসনই ছাড়া হবে তাদের ৷ আর কংগ্রেসের দাবি ছিল, ওই চারটি আসন ছাড়াও আরও যে 16 টি আসনে গতবার কংগ্রেস দ্বিতীয় স্থানে ছিল, সেগুলিও তাদের জন্য ছাড়তে হবে বামফ্রন্টকে ৷ শেষমেশ বামেরা কংগ্রেকে 12টি আসন ছাড়তে রাজি হয়েছিল ৷ অথচ এদিন কংগ্রেস তাদের ‘প্রাথমিক পর্যায়ের’ প্রার্থী ঘোষণা করেছে 15টি আসনে ৷ ফলে বামেদের 12 টি আসনের চুক্তি তারা যে মানতে রাজি নয়, সেটা স্পষ্ট ৷

আরও পড়ুন :SMC Election 2022 : অস্তিত্ব বাঁচাতে শিলিগুড়িতে ফের একজোট বাম ও কংগ্রেস

অন্যদিকে, সিপিএম তথা বামফ্রন্ট যে তাদের পুরনো অবস্থানে অনড় থাকতেই আগ্রহী, তা তাদের এদিনের পদক্ষেপ থেকেই সাফ হয়ে গিয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের ৷ কারণ তারা তাদের নিজেদের সিদ্ধান্ত মতো, কংগ্রেসের জেতা আসনগুলিতে কোনও প্রার্থী দেয়নি ৷ এছাড়া, 11 নম্বর ওয়ার্ডে এখনও পর্যন্ত প্রার্থী না দিলেও সেখানে সিপিআই প্রার্থী দেবে বলে একপ্রকার নিশ্চিত ৷ এই অবস্থায় শিলিগুড়ির অধিকাংশ ওয়ার্ডে বাম-কংগ্রেসের ‘বন্ধুত্বপূর্ণ’ লড়াই হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ৷ তবে তাতে আখেরে তৃণমূল ও বিজেপিরই লাভ হবে ৷ অথচ লক্ষ্যণীয় বিষয় হল, বাম ও কংগ্রেস, দু’পক্ষেরই বক্তব্য, তারা তৃণমূল ও বিজেপিকে হারাতে চায় ৷ কিন্তু, জোট ভেস্তে সেটা আদৌ সম্ভব কিনা, সেই প্রশ্ন থাকছেই ৷

ABOUT THE AUTHOR

...view details