পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Aroop Biswas: উত্তরবঙ্গের বিদ্যুৎ বিভাগের সমস্ত কর্মীর ছুটি বাতিল, ঘোষণা মন্ত্রীর - Durga Puja 2022

পুজোর সময় উত্তরবঙ্গের সমস্ত বিদ্যুৎ বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে (North Bengal electricity department workers leave canceled)। মজুত রাখা হয়েছে অতিরিক্ত বিদ্যুৎ । শিলিগুড়িতে গিয়ে এমনই ঘোষণা করলেন বিদুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) ।

Leave of all North Bengal electricity department workers canceled during Durga Puja
Aroop Biswas

By

Published : Sep 12, 2022, 7:09 PM IST

শিলিগুড়ি, 12 সেপ্টেম্বর: দুর্গাপুজোর (Durga Puja 2022) সময় বিদ্যুৎ বিভাগের সমস্ত কর্মীর ছুটি বাতিল করে দেওয়া হল (Leave of all North Bengal electricity department workers canceled)। শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজে উত্তরবঙ্গের ছয় জেলার আধিকারিকদের নিয়ে বৈঠকের পর এই সিদ্ধান্তর কথা জানান রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Power Minister Aroop Biswas) । পুজোয় যাতে বিদ্যুতের ঘাটতি না-হয় তার জন্য সজাগ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে দফতরের আধিকারিকদের ।

মন্ত্রী এদিন বলেন, "চব্বিশ ঘণ্টা বিদ্যুৎ বিভাগের কর্মীরা রাস্তায় থাকবেন । কেউ যাতে প্রয়োজনের বেশি বিদ্যুৎ ব্যবহার না-করেন তাও খতিয়ে দেখবেন তারা । অভাব অভিযোগ জানাতে দুটি হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে ।" উত্তরের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ ও উত্তর দিনাজপুর জেলাকে নিয়ে বৈঠক সারেন তিনি ।

প্রতি বছর পুজোর সংখ্যা বেড়েই চলেছে । তাই বিদ্যুতের চাহিদাও প্রচুর বেড়েছে ৷ তথ্য অনুযায়ী, 2011 সালে এই ছয় জেলায় 988টি পুজো হত । এখন সেই সংখ্যাটা হলো 4 হাজার 454 । তবে এই জেলাগুলোতে সবথেকে বেশি বিদ্যুৎ লাগে ষষ্ঠী ও সপ্তমীতে । জানা গিয়েছে, প্রয়োজনের জন্য অতিরিক্ত বিদ্যুৎ মজুত রাখা হয়েছে । সপ্তমীর দিন 936 মেগাওয়াট বিদ্যুৎ লাগে । সেখানে রাখা আছে 2 হাজার 17 মেগাওয়াট বিদ্যুৎ ।

দুর্গাপুজোর জন্য 25 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর পর্যন্ত বিদ্যুৎ সংযোগের অনুমতি দেওয়া হবে । এছাড়া লক্ষ্মীপুজোর জন্য 9 ও 10 অক্টোবর এবং কালী পুজোর জন্য 20 থেকে 28 অক্টোবর বিদ্যুৎ সংযোগের অনুমতি দেওয়া হবে । পুজোর সময় 139টি সাব স্টেশন-সহ 267টি প্রশাসনিক দফতর খোলা থাকবে । এছাড়া 385টি মোবাইল ভ্যান বিভিন্ন এলাকায় টহল দেবে ৷ মোট 7 হাজার 790 জন কর্মী পুজোর সময়ও ছুটিতে কাজ করবেন ।

পুজোর সময় উত্তরবঙ্গের সমস্ত বিদ্যুৎ বিভাগের কর্মীদের ছুটি বাতিল

আরও পড়ুন:24 ঘণ্টায় শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ল 22, শুরু রাজনৈতিক তরজা

বৈঠক শেষ করে অরুপ বিশ্বাস বলেন, "প্রতিবছর শান্তিপূর্ণভাবে পুজো শেষ করতে বিদ্যুৎ বিভাগের অবদান অনস্বীকার্য । তারা যেভাবে কাজ করেন তার কোনও বিকল্প নেই । এবছরও তারা একইভাবে পুজোয় কাজ করবেন । তবে এবার বিদ্যুৎ নিতে গেলে পুজো কমিটি নয়, মণ্ডপে যে বিদ্যুতের দায়িত্বে থাকবেন তাকে জানাতে হবে কত বিদ্যুৎ লাগবে । এছাড়া আমাদের বিদ্যুৎ বিভাগের কর্মীরাও মণ্ডপে মণ্ডপে পরিদর্শনে যাবেন ।"

ABOUT THE AUTHOR

...view details