শিলিগুড়ি, 12 সেপ্টেম্বর: দুর্গাপুজোর (Durga Puja 2022) সময় বিদ্যুৎ বিভাগের সমস্ত কর্মীর ছুটি বাতিল করে দেওয়া হল (Leave of all North Bengal electricity department workers canceled)। শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজে উত্তরবঙ্গের ছয় জেলার আধিকারিকদের নিয়ে বৈঠকের পর এই সিদ্ধান্তর কথা জানান রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Power Minister Aroop Biswas) । পুজোয় যাতে বিদ্যুতের ঘাটতি না-হয় তার জন্য সজাগ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে দফতরের আধিকারিকদের ।
মন্ত্রী এদিন বলেন, "চব্বিশ ঘণ্টা বিদ্যুৎ বিভাগের কর্মীরা রাস্তায় থাকবেন । কেউ যাতে প্রয়োজনের বেশি বিদ্যুৎ ব্যবহার না-করেন তাও খতিয়ে দেখবেন তারা । অভাব অভিযোগ জানাতে দুটি হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে ।" উত্তরের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ ও উত্তর দিনাজপুর জেলাকে নিয়ে বৈঠক সারেন তিনি ।
প্রতি বছর পুজোর সংখ্যা বেড়েই চলেছে । তাই বিদ্যুতের চাহিদাও প্রচুর বেড়েছে ৷ তথ্য অনুযায়ী, 2011 সালে এই ছয় জেলায় 988টি পুজো হত । এখন সেই সংখ্যাটা হলো 4 হাজার 454 । তবে এই জেলাগুলোতে সবথেকে বেশি বিদ্যুৎ লাগে ষষ্ঠী ও সপ্তমীতে । জানা গিয়েছে, প্রয়োজনের জন্য অতিরিক্ত বিদ্যুৎ মজুত রাখা হয়েছে । সপ্তমীর দিন 936 মেগাওয়াট বিদ্যুৎ লাগে । সেখানে রাখা আছে 2 হাজার 17 মেগাওয়াট বিদ্যুৎ ।