শিলিগুড়ি, 9 অক্টোবর : রাজ্যবাসী মেতে উঠেছেন লক্ষ্মী আরাধনায় (Laxmi Puja 2022) ৷ সন্ধ্যার নিস্তব্ধতা ভেদ করে ঘরে ঘরে বেজে উঠবে শঙ্খ ৷ চঞ্চলা, চপলা লক্ষ্মীকে সন্তুষ্ট করে ঘরের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি কামনাতেই পুজো লক্ষ্মী দেবীর ৷ এই লক্ষ্মী আরাধনা করতে গিয়ে দামের আগুনে হাত পুড়ছে সবার ৷ ইচ্ছা না থাকলেও বাজেট কমাতে হচ্ছে ৷ দশকর্মা থেকে সবজি, ফল থেকে প্রতিমা, সব কিছুরই দাম আকাশছোঁয়া ৷ তাই বাধ্য হয়ে গৃহিনীকে অগোচরে রেখে পকেট বাঁচাতে বাজটে কাট-ছাঁট গৃহস্থের ৷ মনে শান্তনা গৃহলক্ষ্মী ও ধনলক্ষ্মী দুই শান্ত ৷
দেশের অর্থনীতি নড়বড়ে হলেও ঘরের অর্থনীতি ঠিক রাখতে গৃহ কর্তার পকেট সামলে গৃ্হলক্ষ্মী ব্যস্ত ধনদেবীর আরাধনায় ৷ পুজো আয়োজনের জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হলেও মা লক্ষ্মীর আরাধনায় পিছপা নয় কেউই । শিলিগুড়ির সুভাষপল্লী বাজার, ঘোগোমালি বাজার, বিধান মার্কেট বাজার, কলাহাটি মার্কেট , ফুলেশ্বরী বাজার সর্বত্রই মানুষ কেনাকাটায় ব্যস্ত । যদিও মৃৎ শিল্পীরা প্রতিমা, পট, কলাগাছ নিয়ে বাজারে হাজির ৷ পাশাপাশি ফল থেকে প্রতিমা যেখানেই হাত দিচ্ছেন সেখানেই হাত পুড়ছে।