শিলিগুড়ি, 7 জুলাই : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে স্বামীর । তার 24 ঘণ্টা কাটতে না কাটতেই দুই সন্তান সহ রেললাইনে ঝাঁপ দিলেন তাঁর স্ত্রী ৷ শিলিগুড়ির প্রধাননগর এলাকার ঘটনা । তারা তিনজনই গুরুতর আহত হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷
গতরাতে শিলিগুড়ি পৌর এলাকার প্রধাননগরের বাসিন্দা এক স্কুল শিক্ষক কোরোনায় আক্রান্ত হয়ে মারা যান । এরপরই আজ সকালে দুই সন্তানকে নিয়ে NJP স্টেশনে যান তাঁর স্ত্রী । স্টেশনের ফুট-ওভার ব্রিজ থেকে রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি । ঘটনায় তিনজনই গুরুতর আহত হয়েছে । এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে শিলিগুড়ি শহর সংলগ্ন মাটিগাড়ার একটি নার্সিংহোমে ভরতি করে ন ৷