শিলিগুড়ি, 12 জুলাই : বিনা ভিসায় ভারতে এসে গ্রেপ্তার হলেন দক্ষিণ কোরিয়ার নাগরিক চাংমো ইও । পুলিশ সূত্রে জানা গিয়েছে দক্ষিণ কোরিয়া থেকে নেপালে বৈধ ভিসা নিয়ে গিয়েছিলেন তিনি । তারপর তিনি ভারত-নেপাল সীমান্তে পানিট্যাঙ্কি এলাকা দিয়ে ভিসা ছাড়াই এদেশে ঢোকেন । এরপর তিনি বেঙ্গালুরু যান ।
বিনা ভিসায় ভারতে, গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার নাগরিক
বিনা ভিসায় ভারতে এসে গ্রেপ্তার হলেন সাউথ কোরিয়ার নাগরিক চাংমো ইও । দক্ষিণ কোরিয়া থেকে নেপালে বৈধ ভিসা নিয়ে গিয়েছিলেন তিনি । তারপর তিনি ভারত-নেপাল সীমান্তে পানিট্যাঙ্কি এলাকা দিয়ে ভিসা ছাড়াই এদেশে ঢোকেন ।
দক্ষিণ কোরিয়ার নাগরিক
বেঙ্গালুরু থেকে গতকাল বিমানে বাগডোগরা ফেরেন । কিন্তু বিমানবন্দরে সন্দেহজনক ভাবে তাঁকে ঘোরাফেরা করতে দেখে নিরাপত্তারক্ষীরা জিজ্ঞাসাবাদ করে । এরপর গ্রেপ্তার করা হয় তাকে ।
আজ তাঁকে আদালতে তোলা হবে । চাংমো ইও ইংরেজি বা ভারতের কোনও ভাষা জানেন না । তাই তাঁকে জেরা করতে দোভাষীর সাহায্য নেওয়া হতে পারেন। কেন তিনি বিনা ভিসায় ভারতে ঢুকেছিলেন, তা ভাবাচ্ছে পুলিশকে । বিষয়টি জানতে তাঁকে জেরা করছে পুলিশ ।