শিলিগুড়ি, 9 মে : ফের শিলিগুড়ি থেকে গ্রেফতার কেএলও জঙ্গি (KLO Terrorist Arrested by STF from Indo-Nepal Border of Siliguri) । এই নিয়ে এখনও পর্যন্ত তিনজন কেএলও জঙ্গি গ্রেফতার হল । রবিবার রাতে ওই কেএলও জঙ্গিকে ইন্দো-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্সের বা এসটিএফের উত্তরবঙ্গ শাখার আধিকারিকরা ।
এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ধনকুমার বর্মন (26)। ওরফে স্বপন । কেএলও নেতা জীবন সিংহের (KLO Leader Jiban Singha) দলের একজন সক্রিয় সদস্য ধনকুমার । তার বাড়ি কোচবিহারের বক্সিরহাটের বাঁশবাজারে । এতদিন অসমের শিমুলবাড়ি এলাকার জঙ্গলে গা ঢাকা দিয়েছিল ওই জঙ্গি । ধনকুমার বর্মন ওরফে স্বপন কেএলও (Kamtapur Liberation Organisation) নেতা জীবন সিংহের নির্দেশ মতো অসম থেকে শিলিগুড়ি হয়ে নেপালে যাওয়ার ছক কষছিল । নেপালে গিয়ে সংগঠনের জন্য নতুন সদস্য নিয়োগ ও টাকা সংগ্রহের পরিকল্পনা ছিল তার ।
শিলিগুড়ি থেকে নেপালে যাওয়ার সময় তাকে খড়িবাড়ি ব্লকের দেবীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে এসটিএফ । মূলত, দেবীগঞ্জের ভদ্রপুর সীমান্ত দিয়ে নেপালে পালানোর ছক কষছিল সে । তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে এসটিএফ (STF) জানতে পেরেছে, তুফানগঞ্জ কলেজে পড়াশুনো করত স্বপন । 2020 সালে কলেজের দ্বিতীয় বর্ষেই পড়াশুনো ছেড়ে কেপিপি করতে শুরু করে । এরপর পৃথক কামতাপুর রাজ্য গড়ার লক্ষ্যে কেএলওতে যোগ দেয় ।