পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kasba Vaccine Controversy : দেবাঞ্জনের সঙ্গে শিলিগুড়ির পুলিশ কমিশনারের পুরনো ছবি ভাইরাল - শিলিগুড়ি

ভুয়ো টিকা কেলেঙ্কারির ঘটনায় মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের সঙ্গে নাম জড়াল শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মার ৷ দেবাঞ্জনের সঙ্গে তাঁর একটি পুরনো ছবি আপাতত ভাইরাল সোশ্য়াল মিডিয়ায় ৷ যদিও পুলিশ কর্তার দাবি, 6-7 বছরের পুরনো ওই ঘটনা ভাল করে মনেই নেই তাঁর ৷

Kasba Vaccine Controversy : CP Siliguri photo with Debanjan Deb viral in social media
Kasba Vaccine Controversy : দেবাঞ্জনের সঙ্গে শিলিগুড়ির পুলিশ কমিশনারের পুরোন ছবি ভাইরাল

By

Published : Jun 26, 2021, 6:23 PM IST

Updated : Jun 26, 2021, 8:36 PM IST

শিলিগুড়ি, 26 জুন :কসবা টিকা কেলঙ্কারিতে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের (Debanjan Deb) সঙ্গে এবার নাম জড়িয়ে গেল শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মার ৷ তাঁর সঙ্গে দেবাঞ্জনের পুরনো একটি ছবি হঠাৎই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷ আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক ৷ তবে কি টিকা কেলেঙ্কারির ‘নায়কের’ সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে গৌরবের ? মানতে নারাজ পুলিশ কর্তা ৷ উল্টে তাঁর বার্তা, বহু বছর আগের ওই ঘটনা ঠিক মতো মনেও নেই তাঁর ৷

আরও পড়ুন :Kasba Vaccine Controversy : তৃণমূল নেতৃত্বকে কাঠগড়ায় তুলে সিবিআই তদন্ত দাবি সায়ন্তনের

করোনা আবহে ভুয়ো টিকা-কাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য ৷ ঘটনা ঘিরে চড়ছে রাজনীতির পারদ ৷ কারণ, মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের সঙ্গে নাম জড়াচ্ছে রাজ্য়ের একের পর এক হেভিওয়েট নেতা, মন্ত্রীর ৷ পরিস্থিতি সামলাতে জনসমক্ষে সাফাইও দিতে হচ্ছে তাঁদের ৷ তারপরও বন্ধ হচ্ছে না সমালোচনা ৷ হাতে গরম এমন ইস্য়ু পেয়ে মাঠে নেমেছে বিরোধী বিজেপিও ৷ ইতিমধ্যেই গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছে তারা ৷ আর তারই মাঝে টিকা কেলেঙ্কারির মূল অভিযুক্তের সঙ্গে জড়িয়ে গেলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার ৷

দেবাঞ্জন দেবের সঙ্গে গৌরব শর্মার পুরোন ছবি প্রকাশ্যে আসতেই শিলিগুড়ি জুড়ে শোরগোল পড়ে গিয়েছে ৷ ক্রমেই বাড়ছে বিতর্ক ৷ ছবিতে দেবাঞ্জন দেবের সঙ্গে একটি রক্তদান শিবিরের উদ্বোধন করতে দেখা যাচ্ছে আইপিএস আধিকারিক গৌরব শর্মাকে ৷ সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ারও হচ্ছে দেদার ৷ বয়ে যাচ্ছে কমেন্টের বন্যা ৷

ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছেন পুলিশ কমিশনার নিজেও ৷ তিনি বলেন, ‘‘2014-15 সাল নাগাদ কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার থাকাকালীন উৎসর্গ নামে একটি রক্তদান শিবিরে গিয়েছিলাম আমি ৷ সেটি কমিউনিটি ডেভলপমেন্টের অনুষ্ঠান ছিল ৷ সেই কারণেই সেখানে উপস্থিত হয়েছিলাম ৷ অনুষ্ঠানে আমাকে ডেকে ফিতে কাটানো হয়েছিল ৷ আমার তো এখন আর ঠিক মতো মনেও নেই সেই সময়কার কথা ৷ এখন আবার অনেকে সোশ্য়াল মিডিয়ায় সেই ছবি দিয়েছেন !’’

আরও পড়ুন :Kasba Vaccine Controversy : কসবা টিকা কেলেঙ্কারি নিয়ে সরব শুভেন্দু, স্বাস্থ্য ভবনে জমা স্মারকলিপি

পুলিশ কমিশনার যাই বলুন, দেবাঞ্জন দেবের সঙ্গে তাঁর ছবি শেয়ার হওয়ায় কিছুটা হলেও বিব্রত পুলিশ মহল ৷ তবে এ নিয়ে প্রকাশ্যে কেউই কোনও মন্তব্য করতে রাজি নন ৷ এদিকে, গত কয়েক দিন ধরেই সংবাদ শিরোনামে রয়েছেন দেবাঞ্জন দেব ৷ ভুয়ো আইএএসের পরিচয়, ভুয়ো টিকাকরণ শিবির-সহ নানা অভিযোগ উঠছে তার বিরুদ্ধে ৷

বিজেপির দাবি, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের মদতেই এইসব কাণ্ড ঘটিয়েছেন দেবাঞ্জন ৷ সরকার ও প্রশাসনের উঁচু মহলে তাঁর যাতায়াত নিয়েও প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির ৷ এদিকে, শিলিগুড়ির পুলিশ কমিশনার জানাচ্ছেন, দেবাঞ্জনের সঙ্গে তাঁর ছবিটি 2014-15 সালের ৷ তাহলে কি বছরের পর বছর ধরেই ক্ষমতার অলিন্দে অনায়াস যাতায়াত রয়েছে দেবাঞ্জনের ? তা না হলে নিজেকে রাজ্য়ের যুগ্মসচিব বলে পরিচয় দেওয়ার সাহস তিনি পান কী করে ? তার থেকেও বড় প্রশ্ন, এত বছর ধরে নেতা, মন্ত্রী, আমলাদের চোখে তিনি ধুলো দিলেন কীভাবে ?

Last Updated : Jun 26, 2021, 8:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details