শিলিগুড়ি, 12 ডিসেম্বর : এক মাস কেটে গেলেও পিঁয়াজের দাম এখনও কমেনি। এই পরিস্থিতিতে আসরে নেমেছে রাজ্য সরকারের 'সুফল বাংলা' স্টল ।
শিলিগুড়িতে 'সুফল বাংলা' স্টল থেকে পিঁয়াজ কিনতে দীর্ঘ লাইন - সুফল বাংলার স্টল
শিলিগুড়ির প্রতিটি বাজারে এখন পিঁয়াজের দাম চড়া । তাই পিঁয়াজ কিনতে সাধারণ ক্রেতারা ভিড় করছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সংলগ্ন সূর্য সেন মার্কেটের 'সুফল বাংলা' স্টলে । সেখানে 59 টাকা কেজি দরে পিঁয়াজ কিনতে লাইন দিচ্ছেন সাধারণ ক্রেতা ।
শিলিগুড়ির প্রতিটি বাজারে এখন পিঁয়াজের দাম চড়া । তাই পিঁয়াজ কিনতে সাধারণ ক্রেতারা ভিড় করছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সংলগ্ন সূর্য সেন মার্কেটের 'সুফল বাংলা' স্টলে । সেখানে 59 টাকা কেজি দরে পিঁয়াজ কিনতে লাইন দিচ্ছেন সাধারণ ক্রেতা । পিঁয়াজের দাম নিয়ন্ত্রণের জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় খাদ্য দপ্তরের টাক্সফোর্স ও পুলিশ যৌথভাবে বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে । কিন্তু শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে তেমনভাবে কোনও অভিযান এখনও হয়নি । ফলে দামও কমেনি পিঁয়াজের । শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন বাজারে এখনও পিঁয়াজের দাম প্রতি কেজিতে 120 থেকে 130 টাকা ।
তাই 'সুফল বাংলা' স্টলে এখন লাইন দিয়ে পিঁয়াজ কিনছেন স্কুল শিক্ষক থেকে গৃহকর্মী থেকে ব্যবসায়ীরা সকলেই । আগামী রবিবারও ফের স্টল থেকে পিয়াঁজ বিক্রি করা হবে বলে জানিয়েছেন সুফল বাংলার কর্তারা ।