শিলিগুড়ি, 6 ফেব্রুয়ারি : রাজ্যের একমাত্র স্থলবন্দরে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আইএনটিটিইউসি-র একাধিক নেতা ও কর্মী ৷ বৃহস্পতিবার ফুলবাড়ির ওই ঘটনায় অভিযুক্তদের পাকড়াও করতে ইতিমধ্যেই অভিযান শুরু করেছে পুলিশ৷ তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, অন্যতম অভিযুক্ত এনজেপি-র আইএনটিটিইউসি সভাপতি প্রসেনজিৎ রায়ের সন্ধান এখনও মেলেনি ৷
পুলিশ সূত্রে খবর, স্থলবন্দরে ভাঙচুরের ঘটনায় মালিকপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতেই একাধিক এলাকায় তল্লাশি চলছে ৷ শুক্রবার মাঝরাতে মালবাজারের বেশ কয়েকটি রিসর্টে অভিযান চালায় এনজেপি থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় চারজনকে। ধৃতরা হলেন সুজিত ঘোষ, সজল সিনহা, সঞ্জয় দেবনাথ এবং বিমল মণ্ডল। এঁরা প্রত্যেকেই আইএনটিটিইউসি-র সক্রিয় কর্মী ও পদাধিকারী৷
পাশাপাশি, এনজেপি থানা এলাকা থেকে গ্রেপ্তার হন সুশান্ত দাস, হীরা বিশুশর্মা ও রামনগর মাহাত নামে আরও তিনজন। এখনও পর্যন্ত এই ঘটনায় মোট 13 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মালবাজার থেকে ধৃতদের শনিবার সকালেই ভক্তিনগর থানায় নিয়ে আসা হয়। পেশ করা হয় জলপাইগুড়ি আদালতে ৷