পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শাবককে ধাক্কা মেরেছে গাড়ি, ভাঙচুর হাতির

রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় আহত হস্তিশাবক ৷ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গাড়ি ভাঙচুর করল মা ও অন্য হাতিরা ৷

ছোট্ট হাতি

By

Published : Nov 8, 2019, 2:47 PM IST

Updated : Nov 8, 2019, 3:05 PM IST

শিলিগুড়ি , 8 নভেম্বর : পারাপারের সময় গাড়ির ধাক্কায় আহত হল হস্তিশাবক । এর জেরে ক্ষিপ্ত হয়ে বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালাল মা হাতি । এরপর ঘুম পাড়ানি গুলি করে হস্তিশাবককে চিকিৎসা করেন বনকর্মীরা । ততক্ষণ দূরে জঙ্গলে বাচ্চার অপেক্ষায় ঠাঁয় দাঁড়িয়ে থাকে মা হাতিটি । পরে শাবককে নিয়ে জঙ্গলে চলে যায় ৷ ঘটনাটি শিলিগুড়ির বাগডোগরা এলাকার ।

ভাঙচুর করা গাড়ি

গত কয়েকদিন ধরেই বাগডোগরা বনাঞ্চলে ঘোরাফেরা করছে প্রায় 100টি হাতির দল । সেই দলেই রয়েছে একাধিক মা হাতি এবং হাতির শাবক ৷ গতকাল গভীর রাতে হাতির পালটি রাস্তা পারাপারের সময় এশিয়ান হাইওয়ে দিয়ে আসা একটি গাড়ি ধাক্কা মারে এক হস্তিশাবকে । এর জেরেই ক্ষিপ্ত হয়ে যায় মা হাতিটি ৷ তখন সে ভাঙচুর চালায় ওই গাড়িতে । এরপর এলাকায় চলে আসে আরও কয়েকটি হাতি । তারাও কয়েকটি গাড়িতে আক্রমণের চেষ্টা করে । খবর পেয়ে বনকর্মীরা এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন । শাবকের অপেক্ষায় কিছুটা দূরে জঙ্গলের ভেতরে দাঁড়িয়ে থাকে মা হাতিটি । শাবক হাতিটির শরীরে একাধিক চোট থাকায় তার চিকিৎসার কাজ শুরু করেন বনকর্মীরা ।

দেখুন ভিডিয়ো

বাগডোগরা রেঞ্জ অফিসার সমিরন রাজ বলেন, বাচ্চা হাতিটির জন্যে দূরে অপেক্ষা করতে থাকে মা হাতিটি । শাবকের চিকিৎসা হয় । শরীরে একাধিক চোট রয়েছে । পরে শাবকটিকে ছেড়ে দেওয়া হয় ৷ তাকে নিয়ে জঙ্গলের দিকে যায় মা হাতিটি ৷

Last Updated : Nov 8, 2019, 3:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details