শিলিগুড়ি, 16 ফেব্রুয়ারি : উত্তরবঙ্গের শিল্প সম্মেলনে 10 হাজার কোটি টাকার লগ্নির প্রস্তাব দেওয়া হল শিল্পপতিদের তরফে (Industrialist of North Bengal give investment proposal to Mamata Govt) । এতে উচ্ছসিত রাজ্য সরকার ।
বুধবার শিলিগুড়ির বিশ্ববাংলা শিল্পী হাটে রাজ্য সরকারের তরফে শিল্প সম্মেলনের আয়োজন করা হয়েছিল (North Bengal Industry Meet at Siliguri) । উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, উত্তরবঙ্গের আট জেলার বহু শিল্পপতি, জেলাশাসক ও বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকরা ৷ মূলত উত্তরবঙ্গের বিভিন্ন শিল্প বিনিয়োগ ও সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয় । উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় শিল্পতালুক তৈরি নিয়েও আলোচনা হয়েছে । কোচবিহারে শিল্পতালুক তৈরি হচ্ছে । বিশেষ জোর দেওয়া হয়েছে হসপিটালিটি, ফোক ট্যুরিজম, লেবার ট্যুরিজম ও টি ট্যুরিজমে ।
এদিন দার্জিলিং, কালিম্পঙের মতো বিভিন্ন জেলাগুলিতেও হোম স্টে বানিয়ে পর্যটনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন মুখ্যসচিব । মূলত, কোচবিহার, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হোম স্টে বানাতে উদ্যোগ নেওয়ার কথা বলেছেন তিনি । প্রতিটি জেলার জেলাশাসকদের সেই দায়িত্ব দেওয়া হয়েছে ।