পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নাগরিকত্ব আইনের সমর্থনে প্রচার, শিলিগুড়িতে গ্রেপ্তার ABVP সদস্যরা - নাগরিকত্ব আইনের সমর্থনে প্রচার

আজ ABVP সদস্যরা নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল ৷ কর্মসূচি চলাকালীন শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে গ্রেপ্তার করা হয় তাদের ।

in Support of CAA campaigning by ABVP supporter in Siliguri, arrest many
নাগরিকত্ব আইনের সমর্থনে প্রচার

By

Published : Dec 20, 2019, 4:22 PM IST

শিলিগুড়ি, 20 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে প্রচার কর্মসূচিতে বাধা দিল পুলিশ ৷ আজ ABVP সদস্যরা আইনের সমর্থনে প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল ৷ কর্মসূচি চলাকালীন বাঘাযতীন পার্ক থেকে গ্রেপ্তার করা হয় তাদের ।

এ প্রসঙ্গে ABVP সদস্যদের বক্তব্য, যখন এই আইনের বিরোধিতা করে রাজ্যজুড়ে বিক্ষোভকারীরা রেলের সম্পত্তি, সরকারের সম্পত্তি নষ্ট করেছে তখন রাজ্যের পুলিশ ও পুলিশমন্ত্রীকে সক্রিয় হতে দেখা যায়নি ৷ কিন্তু আজ যখন দেশের আইনের সমর্থনে প্রচার চালানো হচ্ছে পুলিশ তখন তাদের তুলে নিয়ে যাচ্ছে ৷ আজ প্রায় 20 জন ABVP সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে ৷ এক ABVP সদস্য বলেন, "এটা এখন আইন হয়ে গেছে ৷ আমরা চাই খুব তাড়াতাড়ি কার্যকরী হোক ৷ "

দেখুন ভিডিয়ো...

উল্লেখ্য নাগরিকত্ব সংশোধনী আইন 2019 আইনের প্রতিবাদে কয়েকদিন ধরে উত্তাল রাজ্য রাজনীতি ৷ দেশজুড়ে বিক্ষোভকারীরা দফায় দফায় রেল, রোড অবরোধ করে ৷ বাস, স্কুলবাস, অন্যান্য যানবাহনে আগুন লাগিয়ে দেয় ৷ পুলিশকে লক্ষ্য ইট-পাথর ছোড়ে ৷ কোনও কোনও জায়গায় বিক্ষোভ হিংসার রূপ নেয় ৷ কর্নাটক ও উত্তরপ্রদেশে তিনজন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে ৷ জখম একাধিক ৷ পথে নেমে প্রতিবাদে সামিল রাজনৈতিক দলের নেতা-নেত্রীরাও ৷

ABOUT THE AUTHOR

...view details