পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শিলিগুড়িতে পুলিশের জালে এক মহিলা নারী পাচারকারী সহ তিন বাংলাদেশী যুবতী - অনুপ্রবেশকারী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবৈধভাবে ভারতে প্রবেশ করা তিন বাংলাদেশি যুবতীকে কাজের প্রলোভন দেখিয়ে দিল্লি, মুম্বইয়ের মতো ভি ন রাজ্যে পাঠানোর উদ্দেশে শিলিগুড়িতে আনা হয়েছিল ৷

s
s

By

Published : Jul 16, 2021, 8:30 PM IST

শিলিগুড়ি, 16 জুলাই : পুলিশের জালে এক মহিলা নারী পাচারকারী সহ তিন বাংলাদেশী যুবতী ৷ বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধাননগর থানার পুলিশ । একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এই অভিযান চালায় পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবৈধভাবে ভারতে প্রবেশ করা তিন বাংলাদেশি যুবতীকে কাজের প্রলোভন দেখিয়ে দিল্লি, মুম্বইয়ের মতো ভিন রাজ্যে পাঠানোর উদ্দেশে শিলিগুড়িতে আনা হয়েছিল ৷ এদিন শিলিগুড়ির প্রধাননগর থানার অন্তর্গত জংশন এলাকা থেকে ওই তিনজন বাংলাদেশী যুবতী এবং নারীপাচারে জড়িত এক মহিলাকে গ্রেফতার করে পুলিশ । অনুপ্রবেশকারী বাংলাদেশী যুবতীদের নাম খদিজা খাতুন উর্মি (21), হরজনা বেগম (27) এবং রহিমা বেগম (30) । অপর ভারতীয় অভিযুক্ত নারী পাচারকারী জরিনা শাহ (34) । সে দক্ষিণ 24 পরগণার বাসিন্দা ।

আরও পড়ুন: শিলিগুড়িতে দেহ ব্যবসার কাজে নামানো ছয় মহিলা উদ্ধার, গ্রেফতার আট

শুক্রবার জরিনা শাহ সহ তিন বাংলাদেশি যুবতীকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details