শিলিগুড়ি, 30 নভেম্বর : BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জেলা সফর ঘিরে ধুন্ধুমার উত্তর 24 পরগনার সোদপুর । BJP পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । যদিও, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । উত্তর 24 পরগনার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "আজ যা ঘটেছে তা মুকুল রায়, অর্জুন সিং বনাম দিলীপ ঘোষের লড়াই । নব্য BJP-র সঙ্গে পুরাতন BJP-র লড়াই । অসভ্য বর্বর দলের নাম ভারতীয় জনতা পার্টি । এ লড়াইয়ে তৃণমূলের যোগ নেই । 2021 সালে 5 টা আসনেও জিতবে না BJP ।" শিলিগুড়িতে উত্তরকন্যায় খাদ্য দপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠকের পর মন্তব্য করেন তিনি ।
2021 নয়, 2056 সালের জন্য প্রস্তুতি নিক BJP : জ্যোতিপ্রিয় - TMC workers surrounds Dilip Ghosh's in sodepur
আজ যা ঘটেছে তা মুকুল রায়, অর্জুন সিং বনাম দিলীপ ঘোষের লড়াই । নব্য BJP-র সঙ্গে পুরাতন BJP-র লড়াই । এ লড়াইয়ে তৃণমূল যোগ নেই । অসভ্য বর্বর দলের নাম ভারতীয় জনতা পার্টি । সোদপুরে BJP-তৃণমূল সংঘর্ষ নিয়ে মন্তব্য তৃণমূলের উত্তর 24 পরগনার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের ।
তিনি আরও বলেন, "অর্জুন সিং ভয় পেয়েছে । আগামী 4 ডিসেম্বর, ভাটাপাড়া পৌরসভার দখল নেবে তৃণমূল । 6 ডিসেম্বর আমরা অনাস্থা প্রস্তাব জমা দেব । তাই সেখানে BJP-র নিজেদের মধ্যে গন্ডগোল মাথাচাড়া দিয়েছে । আজকে যেই গন্ডগোল হয়েছে তাতে টালি ভাঙা হয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে ৷ বেশ কয়েকজন পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন ।"
তিনি আরও বলেন, "আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, CCTV ফুটেজ দেখে প্রত্যেককে গ্রেপ্তার করবে । কেউ আইনে হস্তক্ষেপ করতে পারবে না । ওদের (BJP) 2056 সালের নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া উচিত ।"