শিলিগুড়ি, ২৭ মে :কার্যত লকডাউনে শহরে বেড়েছে অবৈধ মদের কারবার । আর তাই তৎপর পুলিশ । শহরজুড়ে অবৈধ মদের কারবারের বিরুদ্ধে অভিযানে নামল পুলিশ । গত চব্বিশ ঘণ্টায় চারটি পৃথক অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার অবৈধ মদ উদ্ধার ও ধ্বংস করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট । ঘটনায় গ্রেফতার হয়েছে 6 জন ।
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (পূর্ব, জোন-১) জয় টুডু বলেন, "লকডাউনে শহরে অবৈধ মদের কারবার বেড়েছে । প্রত্যেক থানাকে নির্দেশ দেওয়া হয়েছে অভিযান চালাতে । ইতিমধ্যে গত চব্বিশ ঘণ্টায় অভিযান চালিয়ে প্রচুর অবৈধ মদ সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ এরকম অভিযান চলবে ।" ডিসিপি (পশ্চিম, জোন ২) কুনওয়ার ভূষণ সিং বলেন, "গত চব্বিশ ঘণ্টায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার মদ ধ্বংস ও বাজেয়াপ্ত করা হয়েছে । তিনজনকে গ্রেফতার করা হয়েছে । তদন্ত চলছে ।"
শিলিগুড়ি পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি সংলগ্ন ইস্টার্ন বাইপাসের বৈকুণ্ঠপুর এলাকায় অভিযান চালায় ভক্তিনগর থানার পুলিশ । ওই এলাকায় একটি বাড়িতে মদ মজুত রেখে চলছিল কালোবাজারি । ওই বাড়িতে অভিযান চালিয়ে শতাধিক বোতল দেশি ও বিদেশি অবৈধ মদ উদ্ধার করে পুলিশ । ঘটনায় শিশু পাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ । উদ্ধার হয় প্রায় ৪০ হাজার টাকার মদ ।