শিলিগুড়ি, 20 জুলাই : দীর্ঘ দশ বছর বন্ধ থাকার পর ফের শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারে চালু হল শিশুদের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র । এর ফলে কিছুটা হলেও স্বস্তিতে কারা কর্তৃপক্ষ ।
কারাগারে থাকার কারণে সেখানে থাকা শিশুরা তাদের শিক্ষা ও স্বাস্থ্যের পরিষেবার মতো অধিকার থেকে বঞ্চিত হয়ে থাকে । শিশুরা যাতে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ নজর দিয়ে কারাগারেও অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালুর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের নারী, শিশু ও পরিবার কল্যাণ দফতর । সেই উদ্যোগের অঙ্গ হিসেবে শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু হল ।
আরও পড়ুন :শিকল ছাড়া উপায় নেই, মানসিক ভারসাম্যহীন ছেলের সুস্থতার আশায় পরিবার
শিলিগুড়ি বিশেষ সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, এখানে কয়েদিদের চাপ রয়েছে প্রথম থেকেই । বিচারাধীন থেকে সাজাপ্রাপ্ত আসামি, কোনও সংখ্যাই কম নয় । এই সংশোধনাগারে 200 জন আসামি থাকার ব্যবস্থা থাকলেও 523 জন রয়েছে । যার মধ্যে মাত্র তিনজন সাজাপ্রাপ্ত আসামি । বাকিরা বিচারাধীন বন্দি। দাগি আসামিদের পাশাপাশি সংশোধনাগরে মহিলা আসামি এবং তাদের সঙ্গে শিশু সন্তানরাও থাকে ।
বর্তমানে 32 জন মহিলা আসামি রয়েছে । রয়েছে পাঁচটি শিশুও । সেইসব শিশুদের কথা মাথায় রেখে কারায় ফের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয় । পাশাপাশি পুরো জেলায় 11টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করা হয় । সংশোধনাগারের ভিতরেই ওই শিশুদের জন্য আলাদা করে একটি সেল মেরামত ও সংস্কার করে প্রস্তুত করেছে কারা কর্তৃপক্ষ । শিশুদের জন্য একজন শিক্ষিকা ও তাদের মিড ডে মিল রান্নার জন্য একজন সহায়িকা নিয়োগ করা হয়েছে ।
আরও পড়ুন :মাধ্যমিকে এবার পাশ 100 শতাংশ, সর্বোচ্চ নম্বর পেল 79 জন
শিলিগুড়ি বিশেষ সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, সেখানকার শিশুরা যে সমাজের আর পাঁচটা শিশুর থেকে আলাদা নয়, সেদিকটা অবগত করানোই মূল লক্ষ্য ৷ পাশাপাশি দীর্ঘদিন জেলে থাকার কারণে তাদের মধ্যে যদি কোনও চারিত্রিক পরিবর্তন হয়ে থাকে, তার জন্য কাউন্সিলিংয়ের ব্যবস্থাও থাকছে ।
ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভলপমেন্ট সার্ভিসের অধীনে ওইসব শিশুর বিশেষ দেখাশোনা করা হবে । আইসিডিএসের দার্জিলিং জেলার প্রকল্প আধিকারিক এস কে তিওয়ারি বলেন, "দীর্ঘদিন জেলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বন্ধ ছিল । ফের সেটা চালু করা হল । জেলে শিশুদের বিশেষ নজর দেওয়া হবে । মিড ডে মিলের ব্যবস্থাও থাকবে ।" শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারের সুপার কৃপাময় নন্দী বলেন, "অনেকটা সুবিধা হল অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চালু হওয়ায় । শিশুদের সঙ্গে মায়েদেরও প্রশিক্ষণ দেওয়া হবে ।"
আরও পড়ুন :3 বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল বিএসএফ