শিলিগুড়ি, 7 সেপ্টেম্বর : অভিযোগ ছিল বাম আমলে শিলিগুড়ি পৌরনিগমের জঞ্জাল সাফাই এবং অন্যান্য দফতরে ব্যবহার হওয়া গাড়ির তেল চুরি করা হত ৷ এমনকি গাড়ি মেরামতের নামে সরকারি টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছিল ৷ এমনকি পৌরনিগমের কর্মীদের একাংশ লুকিয়ে বাইরে ভাড়া খাটত বলেও অভিযোগ উঠেছিল ৷ সেই সব অভিযোগের ভিত্তিতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে শিলিগুড়ি পৌরনিগমের বর্তমান প্রশাসক বোর্ড ৷ রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব এ নিয়ে বিশেষ নজরদারির ব্যবস্থা করেছেন ৷
এতদিন অভিযোগ উঠলেও বিষয়টি নিয়ে পৌরনিগম কর্তৃপক্ষের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি ৷ এবার পৌরনিগম গাড়ির তেল চুরি ও ভাড়া খাটানোর অভিযোগ নিয়ে তদন্ত করতেই পুরোটা সামনে এসেছে পৌরনিগমের প্রশাসক বোর্ডের ৷ সেই মতো সরকারি অর্থের এই অপচয় বন্ধ করতে তড়িঘড়ি ব্যবস্থা নিল শিলিগুড়ি পৌরনিগম ৷ পৌরনিগমের সব গাড়ি থেকে জ্বালানির কারচুপি রুখতে ফুয়েল ট্র্যাকিং সিস্টেম বসানো হয়েছে ৷ সেই সঙ্গে কোন গাড়ি কোথায় যাচ্ছে, তার উপর 24 ঘণ্টা নজরদারি করার জন্য জিপিএস ট্র্যাকার বসানো হয়েছে গাড়িগুলিতে ৷ মঙ্গলবার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব জিপিএস ও অনলাইন ফুয়েল ট্র্যাকিং সিস্টেমের উদ্বোধন করলেন ৷