পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Siliguri Municipality Corporation : গাড়ির জ্বালানিতে কারচুপি রুখতে শিলিগুড়ি পৌরনিগমের নজরদারি

শিলিগুড়ি পৌরনিগমের 80টি গাড়িতে জিপিএস লাগাল প্রশাসক বোর্ড ৷ গাড়ি থেকে জ্বালানি চুরি এবং বাইরে ভাড়া খাটানোর অভিযোগ উঠছিল ৷ কারচুপি রুখতে গাড়িতে ফুয়েল ট্র্যাকিং সিস্টেমও বসানো হয়েছিল ৷

GPS Installed in 80 vehicles of Siliguri Municipality Corporation
গাড়ির জ্বালানিতে কারচুপি রুখতে শিলিগুড়ি পৌরনিগমের নজরদারি

By

Published : Sep 7, 2021, 4:42 PM IST

শিলিগুড়ি, 7 সেপ্টেম্বর : অভিযোগ ছিল বাম আমলে শিলিগুড়ি পৌরনিগমের জঞ্জাল সাফাই এবং অন্যান্য দফতরে ব্যবহার হওয়া গাড়ির তেল চুরি করা হত ৷ এমনকি গাড়ি মেরামতের নামে সরকারি টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছিল ৷ এমনকি পৌরনিগমের কর্মীদের একাংশ লুকিয়ে বাইরে ভাড়া খাটত বলেও অভিযোগ উঠেছিল ৷ সেই সব অভিযোগের ভিত্তিতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে শিলিগুড়ি পৌরনিগমের বর্তমান প্রশাসক বোর্ড ৷ রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব এ নিয়ে বিশেষ নজরদারির ব্যবস্থা করেছেন ৷

গাড়ির জ্বালানিতে কারচুপি রুখতে শিলিগুড়ি পৌরনিগমের নজরদারি

এতদিন অভিযোগ উঠলেও বিষয়টি নিয়ে পৌরনিগম কর্তৃপক্ষের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি ৷ এবার পৌরনিগম গাড়ির তেল চুরি ও ভাড়া খাটানোর অভিযোগ নিয়ে তদন্ত করতেই পুরোটা সামনে এসেছে পৌরনিগমের প্রশাসক বোর্ডের ৷ সেই মতো সরকারি অর্থের এই অপচয় বন্ধ করতে তড়িঘড়ি ব্যবস্থা নিল শিলিগুড়ি পৌরনিগম ৷ পৌরনিগমের সব গাড়ি থেকে জ্বালানির কারচুপি রুখতে ফুয়েল ট্র্যাকিং সিস্টেম বসানো হয়েছে ৷ সেই সঙ্গে কোন গাড়ি কোথায় যাচ্ছে, তার উপর 24 ঘণ্টা নজরদারি করার জন্য জিপিএস ট্র্যাকার বসানো হয়েছে গাড়িগুলিতে ৷ মঙ্গলবার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব জিপিএস ও অনলাইন ফুয়েল ট্র্যাকিং সিস্টেমের উদ্বোধন করলেন ৷

গাড়ির জ্বালানিতে কারচুপি রুখতে শিলিগুড়ি পৌরনিগমের নজরদারি

আরও পড়ুন : Nipah virus : কোঝিকোড়ে মৃত বালকের সংস্পর্শে আসা সকলের রিপোর্ট নেগেটিভ

গৌতম দেব বলেন, ‘‘অশোকবাবুদের আমল থেকে পৌরনিগমের অধীনে তেলের কারচুপি এবং লোক নিয়োগের নামে দলীয় কর্মীদের চাকরি দেওয়া হয়েছে ৷ পৌরনিগমে কর্মসংস্কৃতি যাতে ফিরে আসে, সেজন্য এই ধরনের নজরদারি বাড়ানো হচ্ছে ৷’’ শিলিগুড়ি পৌরনিগমের সূত্রে জানা গিয়েছে, কলকাতার একটি বেসরকারি সংস্থার মাধ্যমে ওই জিপিএস এবং ফুয়েল ট্রাকিং সিস্টেম বসিয়েছে কর্তৃপক্ষ ৷ মোট একশোটি গাড়িতে লাগানো হবে জিপিএম ৷ ইতিমধ্যে 80টি গাড়িতে জিপিএস লাগানো হয়েছে ৷ গাড়িগুলি কখন, কোথায় থাকছে এবং প্রতিদিন এক একটি গাড়িতে কত জ্বালানি খরচ হবে তা এই সিস্টেম থেকে জানা যাবে ৷ এতে অন্তত 30 শতাংশ জ্বালানি সাশ্রয় হবে বলে জানিয়েছেন গৌতম দেব ৷

আরও পড়ুন : Behala Murder : বেহালায় মা-ছেলের গলা কাটা দেহ উদ্ধার

ABOUT THE AUTHOR

...view details