শিলিগুড়ি, 28 ফেব্রুয়ারি: রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা পদে রদবদল নিয়ে মন্তব্য এড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ রবিবার বাগগোডরা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ইতিমধ্য়েই রাজ্য়জুড়ে আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে গিয়েছে ৷ তাই এ বিষয়ে কোনও প্রতিক্রয়া দেওয়া উচিত হবে না ৷
গত শুক্রবারই বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন ৷ তারপরই রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা পদ থেকে সরিয়ে দেওয়া হয় জাভেদ শামিমকে ৷ পাঠানো হয় দমকল বিভাগে ৷ অন্যদিকে, দমকলের ডিজি জগমোহনকে আনা হয় শামিমের জায়গায় ৷ যা নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷ তবে কি ভোট মরশুমে শামিমের উপর ভরসা রাখতে পারল না নির্বাচন কমিশন ? নাকি এর পিছনে রয়েছে কোনও রাজনৈতিক প্রভাব ?