পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শামিমকে নিয়ে মন্তব্য এড়ালেন রাজ্যপাল - জগদীপ ধনকড়

পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্য়ের সঙ্গে বারবার বিবাদে জড়িয়েছেন জগদীপ ধনকড় ৷ মন্তব্য় করেছেন নানা ইস্যুতে ৷ কিন্তু ভোট ঘোষণার পরই রাজ্য়জুড়ে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি ৷ তাই জাভেদ শামিমের বদলি নিয়ে কোনও মন্তব্য় করলেন না রাজ্যপাল ৷

west bengal assembly election 2021_wb_slg_01_governor_at_siliguri_7209673
শামিমকে নিয়ে মন্তব্য এড়ালেন রাজ্যপাল

By

Published : Feb 28, 2021, 6:39 PM IST

শিলিগুড়ি, 28 ফেব্রুয়ারি: রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা পদে রদবদল নিয়ে মন্তব্য এড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ রবিবার বাগগোডরা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ইতিমধ্য়েই রাজ্য়জুড়ে আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে গিয়েছে ৷ তাই এ বিষয়ে কোনও প্রতিক্রয়া দেওয়া উচিত হবে না ৷

গত শুক্রবারই বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন ৷ তারপরই রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা পদ থেকে সরিয়ে দেওয়া হয় জাভেদ শামিমকে ৷ পাঠানো হয় দমকল বিভাগে ৷ অন্যদিকে, দমকলের ডিজি জগমোহনকে আনা হয় শামিমের জায়গায় ৷ যা নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷ তবে কি ভোট মরশুমে শামিমের উপর ভরসা রাখতে পারল না নির্বাচন কমিশন ? নাকি এর পিছনে রয়েছে কোনও রাজনৈতিক প্রভাব ?

আরও পড়ুন:প্রশাসনিক রদবদল কমিশনের, এডিজি আইনশৃঙ্খলা থেকে সরানো হল জাভেদ শামিমকে

এদিকে, রবিবার সকালে সস্ত্রীক উত্তরবঙ্গে আসেন রাজ্যপাল ৷ কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি ৷ সেখান থেকে সরাসরি রওনা দেন মংপুর উদ্দেশে ৷ তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘রাজ্যে নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়ে গিয়েছে ৷ তাই সাংবিধানিক প্রধান হিসাবে আমার কোনও বিষয়েই প্রতিক্রিয়া দেওয়া উচিত নয়। তবে রাজ্যের সকলেই সুষ্ঠ, শান্তিপূর্ণ এবং ভয়-ভীতিহীন নির্বাচন চান ৷ তারজন্য সবার সহযোগিতা চাইছি ৷ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আমি কোনও বিষয়ে প্রতিক্রিয়া দেব না।’’

ABOUT THE AUTHOR

...view details