পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শিলিগুড়িতে নিরপেক্ষ প্রশাসক না বসানোয় ক্ষুব্ধ জেলা কংগ্রেস

আজ শিলিগুড়িতে জেলা কংগ্রেস সভাপতি শংকর মালাকার বলেন, "আমরা দুই দল তৃণমূলকে দূরে রাখতে পাশাপাশি ছিলাম । আমরা বারবার মেয়র হিসেবে অশোকবাবুকে সমর্থন দিয়ে এসেছি । কিন্তু হঠাৎ করেই দেখলাম প্রশাসক বোর্ড গঠনের ক্ষেত্রে নিরপেক্ষ প্রশাসক বসানো হল না।"

neutral administrator
নিরপেক্ষ প্রশাসক

By

Published : May 19, 2020, 6:20 PM IST


শিলিগুড়ি,19 মে : শিলিগুড়ি পৌরনিগমে গত পাঁচ বছর বামেদের সঙ্গেই জোট বেঁধে থেকেছে কংগ্রেস । এমনকী আগামী নির্বাচনেও জোট বেঁধে লড়াইয়ের প্রস্তুতিও সেরে ফেলা হয়েছিল । কিন্তু কোরোনা সংক্রমণের জেরে আপাতত নির্বাচন না হওয়ায় সেখানে প্রশাসক বোর্ড গঠন করা হয়েছে । সেক্ষেত্রে তাদের বক্তব্যকে গুরুত্ব না দেওয়ায় ক্ষুব্ধ দার্জিলিং জেলা কংগ্রেস নেতৃত্ব।


আজ শিলিগুড়িতে জেলা কংগ্রেস সভাপতি শংকর মালাকার বলেন, "আমরা দুই দল তৃণমূলকে দূরে রাখতে পাশাপাশি ছিলাম । আমরা বারবার মেয়র হিসেবে অশোকবাবুকে সমর্থন দিয়ে এসেছি । কিন্তু হঠাৎ করেই দেখলাম প্রশাসক বোর্ড গঠনের ক্ষেত্রে নিরপেক্ষ প্রশাসক বসানো হল না । আমরা চেয়েছিলাম রাজনৈতিক দলের কেউ প্রশাসক না হয়ে নিরপেক্ষ কেউ প্রশাসক পদে বসুন । শিলিগুড়িতে আমরা দেখলাম রাজ্য সরকার অশোক ভট্টাচার্যকে প্রশাসক পদে বসিয়েছে । এতে রাজ্য সরকার ও অশোকবাবুদের মধ্যে কোনও আঁতাত আছে কি না জানি না। তা জানার কথাও নয়। নিরপেক্ষ কেউ প্রশাসক পদে বসলে এই বিতর্ক তৈরি হত না।"

কার্যত শিলিগুড়িতে প্রশাসক হিসেবে অশোক ভট্টাচার্যকে মেনে নিতে পারেনি সেখানকার কংগ্রেস নেতৃত্ব । অশোক ভট্টাচার্যের দাবি মেনে রাজ্য সরকার প্রশাসক বোর্ড সংক্রান্ত প্রথম নির্দেশিকা তুলে নেয় । নতুন নির্দেশ জারি করে রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, সেই বোর্ডে শুধু বাম মেয়র পারিষদরা থাকবেন । তৃণমূল কাউন্সিলরদের নাম প্রশাসক বোর্ড থেকে প্রত্যাহার করে নেওয়া হয় । রাজ্য সরকারের এই নির্দেশ মানতে পারেনি জেলা কংগ্রেস নেতৃত্ব ।

শংকরবাবু আরও বলেন,"আমরা এসব নিয়ে ভাবছি না। আগামী দিনে শিলিগুড়িকে কীভাবে প্রশাসক হিসেবে অশোকবাবু চালান সেদিকে নজর রাখব।"

ABOUT THE AUTHOR

...view details