শিলিগুড়ি, 20 ফেব্রুয়ারি : গোর্খাল্যান্ডের দাবি অপ্রাসঙ্গিক । রাজ্যকে এড়িয়ে পৃথক গোর্খাল্যান্ড অথবা কেন্দ্রশাসিত অঞ্চল হবে না । BJP নেতা সুব্রমনিয়ান স্বামীর টুইট এবং BJP সাংসদ রাজু বিস্তের কথা গুরুত্বহীন । পাহাড়ে অশান্তি ছড়াতে এসব বলছেন দার্জিলিঙের BJP সাংসদ । আজ বিকেলে গোর্খাল্যান্ড প্রসঙ্গে রাজু বিস্তার বক্তব্যের প্রেক্ষিতে এই মন্তব্য করলেন গৌতম দেব ।
রাজ্যকে এড়িয়ে গোর্খাল্যান্ড হবে না : গৌতম দেব - রাজু বিস্তা
গোর্খাল্যান্ড অথবা কেন্দ্রশাসিত অঞ্চল করতে হলে দার্জিলিংকে রাজ্য থেকে বিচ্ছিন্ন করতে হবে । রাজ্যকে এড়িয়ে তা সম্ভব নয় । তাই ওদের কথার গুরুত্ব দিচ্ছি না । পাহাড়ে অশান্তি ছড়াতেই এসব বলছেন BJP সাংসদ রাজু বিস্তা । বললেন তৃণমূল নেতা গৌতম দেব ৷
আজ বিকেলে শিলিগুড়িতে এসে দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা বলেন, "গোর্খাল্যান্ড নিয়ে সুব্রমনিয়ান স্বামীর টুইটকে পূর্ণ সমর্থন করছি । পাহাড়ের সমস্যা সমাধানে BJP প্রতিশ্রুতিবদ্ধ । রাজ্য সরকার ত্রিপাক্ষিক বৈঠকে রাজি না হলে সে ক্ষেত্রে কেন্দ্র উদ্যোগী হয়ে দার্জিলিঙের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করুক । এই দাবিতে আমরা ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকে দাবি জানিয়েছি ।"
বিনয় তামাংকে কটাক্ষ করে BJP সাংসদ বলেন, "গোর্খ্যাল্যান্ড চাইলে বিনয় তামাঙের উচিত দিদিকে বলে বিধানসভায় গোর্খাল্যান্ড বিল পাস করানো ।" সাংসদের এই বক্তব্য সামনে আসতেই হইচই শুরু হয় পাহাড়ে । গৌতম দেব বলেন, "গোর্খাল্যান্ড অথবা কেন্দ্রশাসিত অঞ্চল করতে হলে দার্জিলিংকে রাজ্য থেকে বিচ্ছিন্ন করতে হবে । রাজ্যকে এড়িয়ে তা সম্ভব নয় । তাই ওদের কথার গুরুত্ব দিচ্ছি না । পাহাড়ে অশান্তি ছড়াতেই এসব বলছেন BJP সাংসদ ।"