শিলিগুড়ি, 17 জানুয়ারি :করোনা আক্রান্ত হলেন তৃণমূল নেতা গৌতম দেব ৷ শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান তথা শিলিগুড়ি পুর নির্বাচনে 33 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তিনি (Goutam Deb Covid Positive) । তাঁর করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ।
এবারের শিলিগুড়ি পৌর নির্বাচনে নিজের ওয়ার্ডের পাশাপাশি দলের অন্য প্রার্থীদের প্রচারেও টানা ঘুরছিলেন তিনি । এরই মাঝে তাঁর জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় । এরপর পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে । আপাতত নার্সিংহোমে ভর্তি রয়েছেন তিনি ৷ টুইট করে নিজের কোভিড পজিটিভ হওয়ার কথা জানানোর পাশাপাশি তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদেরও আইসোলেশনে যাওয়ার অনুরোধ করেছেন প্রাক্তন মন্ত্রী । কয়েকদিন আগেই কোভিডের বুস্টার ডোজ নিয়েছিলেন তিনি ৷
তবে এই ক'দিনে যেভাবে প্রচার করেছেন তাতে আরও বেশ কয়েকজন প্রার্থী ও দলের অনেক কর্মী সংক্রমিত হতে পারেন বলে আশঙ্কা ৷ যদিও এই বিষয়ে জানার জন্য গৌতম দেবকে ফোন করা হলে তিনি ফোন তোলেননি । এদিকে গত চব্বিশ ঘণ্টায় শিলিগুড়ি পৌরনিগম এলাকায় 129 জন করোনা আক্রান্ত হয়েছেন ।
সোমবার মুখ্যমন্ত্রীর নির্দেশে গৌতম দেব ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজও গিয়েছিলেন ৷ তবে গৌতম দেব করোনা আক্রান্ত হওয়ায় নির্বাচনের আগে বেশ বিপাকে পরতে হতে পারে শাসকদলকে । কারণ এবারের নির্বাচনে শিলিগুড়ি পৌরনিগম দখল করতে গৌতম দেবকেই সমস্ত দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এমনকি গৌতম দেবকে মেয়র মুখ করেই একপ্রকার লড়াইয়ে নেমেছে তৃণমূল । আর ঠিক নির্বাচনের মুখেই এই খবর ৷
আরও পড়ুন :SMC Election 2022 : জনসংযোগ বাড়াতে নিজের নির্বাচনী ওয়ার্ডে বাড়ি ভাড়া নিলেন গৌতম দেব