শিলিগুড়ি, 17 অগস্ট : পাচারের আগে শিলিগুড়ি থেকে বাজেয়াপ্ত হল বিপুল পরিমাণ সোনার বিস্কুট । বাজেয়াপ্ত হওয়া সোনার বাজারমূল্য 2 কোটি পনেরো লক্ষ টাকা বলে জানিয়েছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর ।
গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে তিন পাচারকারীকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর (ডিআরআই) । তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি করে 27টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করে । প্রতিটি বিস্কুটের ওজন 166 গ্রাম ৷ সবমিলিয়ে মোট চার কেজি 482 গ্রাম সোনার বিস্কুট তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করে ডিআরআই হয় ।