পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Gold Smuggling : পাচারের আগে শিলিগুড়িতে বাজেয়াপ্ত 2 কোটির সোনা - সোনা বাজেয়াপ্ত

তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে তিন পাচারকারীকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর (ডিআরআই) । তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি করে 27টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করে ।

gold-worth-over-rs-2-crore-seized-in-siliguri
পাচারের আগে শিলিগুড়িতে বাজেয়াপ্ত 2 কোটির সোনা

By

Published : Aug 17, 2021, 10:02 PM IST

শিলিগুড়ি, 17 অগস্ট : পাচারের আগে শিলিগুড়ি থেকে বাজেয়াপ্ত হল বিপুল পরিমাণ সোনার বিস্কুট । বাজেয়াপ্ত হওয়া সোনার বাজারমূল্য 2 কোটি পনেরো লক্ষ টাকা বলে জানিয়েছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর ।

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে তিন পাচারকারীকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর (ডিআরআই) । তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি করে 27টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করে । প্রতিটি বিস্কুটের ওজন 166 গ্রাম ৷ সবমিলিয়ে মোট চার কেজি 482 গ্রাম সোনার বিস্কুট তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করে ডিআরআই হয় ।

এই সংক্রান্ত খবর : সীমান্তে বাজেয়াপ্ত 87 লাখ টাকার সোনার বিস্কুট

ডিআরআই জানিয়েছে, ধৃত তিনজনই চেন্নাইয়ের বাসিন্দা । ধৃতরা হল শ্রী শেখর, থিয়াগরজন শ্রীকান্ত, শান্তি ভিরান । ডিআরআই সূত্রে জানা গিয়েছে, ধৃতরা মায়ানমার থেকে মণিপুর হয়ে গৌহাটি আসে ৷ সেখান থেকে সড়কপথে শিলিগুড়িতে সোনা নিয়ে এসেছিল । এরপর শিলিগুড়ি থেকে কলকাতা হয়ে চেন্নাইয়ে সোনার বিস্কুটগুলি পাচার করার পরিকল্পনা ছিল পাচারকারীদের । ধৃত তিনজনকেই মঙ্গলবার শিলিগুড়ি আদালতে তোলা হয় । বিচারক তাদের জামিনের আবেদন খারিজ করে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details