শিলিগুড়ি, 18 জানুয়ারি: আগামী সোমবার শিলিগুড়ি সফরে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী । তাই চারিদিক সেজে উঠতে ব্যস্ত হয়েছে গোটা শিলিগুড়ি । সফরের আগে শনিবার সভামঞ্চের নির্মাণের কাজ খতিয়ে দেখতে আসেন পর্যটনমন্ত্রী গৌতম দেব ।
মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে এসে উত্তরবঙ্গ উৎসব উদ্বোধন করবেন । এই উৎসব আয়োজিত হবে শিবমন্দিরে আঠারোখাই ময়দানে । সোমবার শিলিগুড়ি সফরে এসে উত্তরবঙ্গ উৎসব উদ্বোধন করবেন ।
ফেস্টুন, প্ল্যাকার্ড ছাড়াও মুখ্যমন্ত্রীর একাধিক ছবি লাগানো হচ্ছে চারদিকে । স্বাগত জানানোর জন্য রাস্তায় একাধিক তোরণ তৈরি করা হচ্ছে । এদিন মুখ্যমন্ত্রী শিবমন্দিরে এসে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বঙ্গরত্ন প্রাপকদের নাম ঘোষণা করবেন ।
উত্তরবঙ্গ উৎসবে আসবেন মুখ্যমন্ত্রী, তাই সভাস্থান পরিদর্শনে ব্যস্ত পর্যটনমন্ত্রী উত্তরবঙ্গ উৎসব শেষে তিনি কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা দেবেন । সেখানে আগামী 21 জানুয়ারি তাঁর একাধিক কর্মসূচি রয়েছে । পরদিন 22 জানুয়ারি নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে পাহাড়ে মিছিলের আয়োজন করা হয়েছে । সেখানে তিনি যোগ দেবেন । 23 জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী অনুষ্ঠান সেরে ফিরবেন কলকাতায় ।