পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শিলিগুড়িতে কোরোনায় আক্রান্ত 4 মহিলা - রেগুলেটেড মার্কেট

শিলিগুড়ির 1, 3, 33 ও 46 নম্বর ওয়ার্ডের বাসিন্দা চারজন মহিলার দেহে কোরোনার হদিশ ৷

siliguri
শিলিগুড়িতে কোরোনা আক্রান্ত 4 মহিলা

By

Published : Jun 8, 2020, 12:42 PM IST

Updated : Jun 8, 2020, 12:58 PM IST

শিলিগুড়ি, 8 জুন : কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ল শিলিগুড়িতে । আক্রান্ত হলেন 4 মহিলা ৷ পৌরনিগম সূত্রে খবর 1, 3,33 ও 46 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই চারজন মহিলা। এর মধ্যে তিনজনের কোনও উপসর্গই ছিল না।

স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গিয়েছে, 46 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক মহিলা সম্প্রতি রেগুলেটেড মার্কেটে ফল কিনতে গিয়েছিলেন। পরে উপসর্গ দেখা দেওয়ায় তিনি SARI হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাকি তিন জনের মধ্যে একজন অন্তঃসত্ত্বা ছিলেন। কোনও কারণে সেই সন্তান নষ্ট হয়ে গিয়েছিল। সেই কারণে তিনি চিকিৎসকের শরণাপন্ন হন। তাঁর সোয়াব টেস্ট করা হলে রিপোর্ট পজ়িটিভ আসে। অন্য এক মহিলার সম্প্রতি হার্নিয়া অপারেশন হয়েছিল। তাঁরও সোয়াব টেস্ট রিপোর্ট পজ়িটিভ আসে। এই চারজনকে বর্তমানে জেলার কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Last Updated : Jun 8, 2020, 12:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details