শিলিগুড়ি, 5 জুন :করোনা আবহে সরকার নির্দিষ্ট বিধিনিষেধ উপেক্ষা করেই বসে ছিল জুয়ার আসর ৷ মানা হচ্ছিল না বিশেষজ্ঞদের স্থির করা স্বাস্থ্যবিধিও ৷ ঘটনাটি ঘটে শিলিগুড়ির সেবক রোডের একটি বিলাসবহুল হোটেলে ৷ গোপন সূত্রে এই অনিয়মের খবর পেয়েই ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ ৷ জুয়ার আসর থেকে গ্রেফতার করা হয় চারজনকে ৷ উদ্ধার হয় প্রচুর পরিমাণে নগদ ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাবতীয় করোনাবিধি ও সরকার প্রদত্ত বিধিনিষেধের তোয়াক্কা না করেই জুয়ার আসর বসানো হয়েছিল ওই হোটেলে ৷ মাঝরাতে সেই খবর আসে পুলিশের কাছে ৷ এরপরই সেখানে অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ ৷