পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

এক ব্যক্তিকে দু’বার ভ্যাকসিনের প্রথম ডোজ, চাঞ্চল্য শিলিগুড়িতে - উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ

শিলিগুড়ি পৌরনিগমের 24 নং ওয়ার্ডের ভারতনগরের বাসিন্দা পেশায় ব্যবসায়ী সুজিত চন্দকে করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ দু’বার দেওয়ার অভিযোগ ৷ ঘটনায় আজ শোরগোল পড়ে গিয়েছে শিলিগুড়ি শহরে ৷ আজ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক তাঁর শারীরিক পরীক্ষা করেন ৷

first dose of vaccine for corona was given to a person twice incident happen in siliguri
এক ব্যক্তিকে দু’বার ভ্যাকসিনের প্রথম ডোজ, ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য শিলিগুড়িতে

By

Published : Jul 2, 2021, 6:22 PM IST

শিলিগুড়ি, 2 জুলাই : একবারের জায়গার দু’বার করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ ৷ এমনই অবাক করা কাণ্ড ঘটেছে শিলিগুড়ি পৌরনিগমের ভারতনগরের বাসিন্দা পেশায় ব্যবসায়ী সুজিত চন্দের সঙ্গে ৷ আজ তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে গেলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক কল্যাণ খাঁ ৷ তাঁর শরীরে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে কি না সেই বিষয়টিও খতিয়ে দেখেন তিনি ৷ অন্যদিকে, এই ঘটনায় পৌরনিগমের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বাইরে আজ বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ৷

প্রসঙ্গত, শিলিগুড়ি পৌরনিগমের 24 নং ওয়ার্ডের ভারতনগরের বাসিন্দা পেশায় ব্যবসায়ী সুজিত চন্দ কয়েকদিন আগে চয়নপাড়া 4নং পৌর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে করোনার ভ্যাকসিন প্রথম ডোজ নিয়েছিলেন ৷ পরবর্তী সময়ে জানা যায়, তাঁকে ওইদিন দু’বার প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়া হয় ৷ বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে ৷ আজ তাঁর সঙ্গে দেখা করতে যান কোভিড কেয়ার নেটওয়ার্কের কো-অর্ডিনেটর এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক কল্যাণ খাঁ ৷ তিনি সুজিত চন্দের শারীরিক পরীক্ষা করেন ৷ তিনি জানিয়েছেন সুজিত চন্দের হাতে ভ্যাকসিন নেওয়ার দু’টি চিহ্ন রয়েছে ৷

আরও পড়ুন : করোনার ভ্যাকসিন না পেয়ে শিলিগুড়িতে একাধিক জায়গায় বিক্ষোভ-পথ অবরোধ

এ নিয়ে কল্যাণ খাঁ বলেন, ‘‘যা হয়েছে তা ঠিক হয়নি ৷ এইধরনের ঘটনা ধামাচাপা না দিয়ে, ওই ব্যক্তির পাশে দাঁড়ানো উচিত । কারণ পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় ৷’’ অন্যদিকে, এই ঘটনা জানাজানি হতেই আজ সকাল থেকে শিলিগুড়ি পৌরনিগমের ওই স্বাস্থ্যকেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে সাধারণ মানুষ ৷ তাঁদের অভিযোগ, দিনের পর দিন লাইন দিয়েও মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজ পাচ্ছে না ৷ সেখানে কীভাবে একজনকে দু’বার ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হল ? কেন এত বড় গাফিলতি হল, তার তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা ৷

আরও পড়ুন : দালাল চক্র রুখতে এবার টিকাকরণে সিসিটিভ, ভিডিয়োগ্রাফি শিলিগুড়িতে

ABOUT THE AUTHOR

...view details