শিলিগুড়ি, 6 জুলাই: রাজভবনে ঘুমিয়ে ঘুমিয়ে অনেক কিছু মনে হয় ৷ রাজ্যপাল জগদীপ ধনকড়কে নিশানা করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে জেতার পর এ দিন উত্তরবঙ্গ সফরে আসেন ফিরহাদ ৷ সেখানেই আইনশৃঙ্খলা প্রসঙ্গে আজ রাজ্যপালের মন্তব্যের সমালোচনা করেন তিনি (Firhad Hakim Criticises Governor and BJP Over Law and Order Issue) ৷ পাশাপাশি, শুভেন্দু অধিকারীর স্বরাষ্ট্রমন্ত্রীকে আইনশৃঙ্খলা ইস্যুতে অভিযোগ জানিয়ে লেখা চিঠি নিয়েও বিদ্রুপ করলেন ফিরহাদ ৷ তিনি বলেন, ‘‘তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি লাভ লেটার দিতেই পারেন ৷’’
এ দিন শ্যামাপ্রাসদ মুখোপাধ্যায়ের জন্মদিনে রেড রোডের একটি অনুষ্ঠানে গিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা প্রসঙ্গে সরব হন রাজ্যপাল ৷ যেখানে বাংলার বুদ্ধিজীবীদের অত্যারের বিরুদ্ধে সরব হওয়ার আবেদন করেন জগদীপ ধনকড় ৷ রাজ্যপালের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ফিরহাদ হাকিম বলেন, ‘‘ঘুমিয়ে ঘুমিয়ে রাজভবনে বসে ওসব বলতেই পারেন বা মনে হতে পারে ৷ মানুষের উন্নয়ন হচ্ছে ৷ যাঁরা পথেঘাটে নেমে কাজ করেন, তাঁরা জানেন ৷ রাজ্যপাল পাশেই উত্তরপ্রদেশ, বিহারে যাক, সেখানে মানুষের উপর অত্যাচার কাকে বলে দেখতে পাবেন ৷’’
অন্যদিকে, সম্প্রতি রাজ্যের আইনশৃঙ্খলা প্রসঙ্গে অভিযোগ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ যে চিঠি নিয়ে বিদ্রুপ করে ফিরহাদ বলেন, ‘‘তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি 'লাভ লেটার' দিতেই পারেন ৷ রোজ পাঠাক ৷ কী যায় আসে ? স্বরাষ্ট্রমন্ত্রী 'লাভ লেটার' নেবেন, ওনাকে ধন্যবাদ জানাবেন ৷’’