শিলিগুড়ি, 12 সেপ্টেম্বর : সাইবার অপরাধের শিকার হলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ৷ সোশ্যাল মিডিয়ায় শঙ্কর ঘোষের ভুয়ো পেজ তৈরি করার অভিযোগ উঠেছে ৷ এমনকি সেই সোশ্যাল সাইট থেকে বিধায়কের পরিচিত এবং নিকটআত্মীয়দের থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে ৷ ঘটনাটি জানাজানি হতেই শিলিগুড়ি কমিশনারেটে অভিযোগ জানিয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ ৷ শিলিগুড়ি কমিশনারেটের সাইবার ক্রাইম শাখার আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেছে ৷ এর আগে শিলিগুড়ি কমিশনারেটের একাধিক পুলিশ আধিকারিকরাও এমন সাইবার অপরাধের শিকার হয়েছিলেন ৷ এমনকি শিলিগুড়ির তৃণমূল ও বিজেপির শীর্ষনেতারাও এর শিকার হয়েছিলেন ৷ তবে, এবারের ঘটনায় খোদ বিধায়কের নামে ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷
সোশ্যাল মিডিয়া সাইটে শঙ্কর ঘোষের অ্যাকাউন্ট থেকে হঠাৎই তাঁর নিকটআত্মীয় এবং পরিচিতদের মধ্যে মেসেজ যেতে শুরু করে ৷ যেখানে দেখা যায়, শিলিগুড়ির বিজেপি বিধায়ক কারও কাছ থেকে 1 হাজার টাকা, তো কারও কাছ থেকে 10 হাজার টাকা চাইছেন ৷ সোশ্যাল মিডিয়ায় এমন মেসেজ দেখে সবাই অবাক হয়ে যান ৷ সকলেই দ্রুত বিধায়কের সঙ্গে যোগাযোগ করেন ৷ বিষয়টি নিয়ে জানতে চান ৷ আর তখনই জানা যায় আসল ঘটনা ৷ বোঝা যায় সাইবার অপরাধের শিকার হয়েছেন শিলিগুড়ির বিধায়ক ৷ পুলিশ সূত্রে খবর, শঙ্কর ঘোষের সোশ্যাল মিডিয়া পেজ থেকে তাঁর কয়েকটি ছবি ডাউনলোড করে অভিযুক্তরা ৷ তার পর সেই ছবি ব্যবহার করে একটি ভুয়ো পেজ তৈরি করা হয় ৷ সেখান থেকে বিধায়কের পরিচিতদের মধ্যে মেসেজ পাঠিয়ে টাকা চাওয়া হয় ৷
আরও পড়ুন : Crime : আসানসোলে স্বর্ণঋণ সংস্থায় ডাকাতি, লুট 12 কেজি সোনা