শিলিগুড়ি, 24 অক্টোবর : স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাকি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন ৷ এমনই একটি পোস্ট ছড়িয়ে পড়ছিল সোশাল মিডিয়ায় ৷ এই পোস্টটি ভুয়ো বলে অভিযোগ দায়ের করা হয় BJP-র তরফে ৷ প্রতিবাদে সরব হয় ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা ৷
অমিত শাহের নামে নোবেলজয়ীকে নিয়ে ভুয়ো পোস্ট, অভিযোগ দায়ের - siliguri fake post
খড়িবাড়ি এলাকার রাজা দাস (দেবা) নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ ওঠে ৷ সে অমিত শাহের নামে ভুল তথ্য সম্বলিত একটি পোস্ট করেছিল সোশাল মিডিয়ায় ৷ এর প্রতিবাদে BJP যুব নেতা, সাধারণ সম্পাদক সৌরভ সরকার সাইবার অপরাধদমন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷
খড়িবাড়ি এলাকার রাজা দাস (দেবা) নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ ওঠে ৷ সে অমিত শাহের নামে ভুল তথ্য সম্বলিত একটি পোস্ট করেছিল সোশাল মিডিয়ায় ৷ এর প্রতিবাদে BJP যুব নেতা, সাধারণ সম্পাদক সৌরভ সরকার সাইবার অপরাধদমন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷
সৌরভ সরকার বলেন, ''মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে সামান্য রঙ লাগানোর ফলে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুল বার্তা সমাজে ছড়ালে সাজা হবে না কেন? অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যদি কোনও আইনি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা আন্দোলনের পথ বেছে নেব ৷''