দার্জিলিং, 7 মে : এক মহিলার বর্তমান স্বামীকে বাটাম দিয়ে মেরে খুনের অভিযোগ উঠল প্রাক্তন স্বামীর বিরুদ্ধে (Ex Husband Allegedly Murdered Husband of a Woman at Siliguri) । পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা বলে জানা গিয়েছে ৷ শনিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের নির্মলজ্যোত গ্রামে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সাহারাম বর্মন (45) । তাঁকে খুন করার অভিযোগ উঠেছে পলাশ রায়ের বিরুদ্ধে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পলাশ রায় ও ভারতী রায়ের মধ্যে চার বছর আগে বিবাহবিচ্ছেদ হয় । তাঁদের তিন ছেলে মেয়ে রয়েছে । বিবাহবিচ্ছেদের পর ভারতী সাহারাম বর্মন নামে এক কাঠের মিলের মালিকের সঙ্গে বিয়ে করেন । বর্তমানে তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে ।
বিবাহবিচ্ছেদের পর তিন ছেলেমেয়েকে নিয়ে থাকতেন পলাশ । কয়েক দিন আগে পলাশ তাঁর বড় মেয়ের বিয়ে ঠিক করেন । কিন্তু মেয়ে বিয়ে করতে মানা করে দেন । এরপর পলাশ মেয়েকে জোর করে বিয়ে দিতে গেলে তিনি পালিয়ে মায়ের কাছে চলে আসেন । এতেই ক্ষুব্ধ হন পলাশ ৷ তিনি কাঠগড়ায় তোলেন ভারতী ও তাঁর বর্তমান স্বামী সাহারামকে ৷ ভারতী-সাহারাম মেয়েকে ভুল বোঝাচ্ছেন বলেও অভিযোগ করেন পলাশ ৷
এদিন সাহারামের বাড়িতে যান তিনি । সেখানে গিয়ে মেয়েকে ফেরত পাঠাতে বলেন । কিন্তু বাধা দেন সাহারাম ও তাঁর স্ত্রী । দু’পক্ষের মধ্যে বচসা বাঁধে । সেই সময় আচমকা মিলে পরে থাকা বাটাম দিয়ে সাহারামের মাথায় মারে পলাশ রায় । ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সাহারাম ।