পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মোর্চার সভাপতি ও সম্পাদক নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন : হাইকোর্ট - kolkata

গোর্খা জনমুক্তি মোর্চার বর্তমান সভাপতি বিনয় তামাং এবং সম্পাদক অনিত থাপার নাম নির্বাচন কমিশন নথিভুক্ত করেনি, এই দাবিতে ৮ মার্চ হাইকোর্টের দ্বারস্থ হয় অনিত থাপা। কে গোর্খা জনমুক্তি মোর্চার বর্তমান সভাপতি ? এবং সেক্রেটারি হিসাবেই বা কার নাম থাকবে। এবিষয়ে রোশন গিরি ও অনিত থাপার বক্তব্য শোনার পর আগামী দু'সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে। নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

ফাইল ফোটো

By

Published : Mar 11, 2019, 11:41 PM IST

কলকাতা, ১১ মার্চ : কে গোর্খা জনমুক্তি মোর্চার বর্তমান সভাপতি ? এবং সেক্রেটারি হিসাবেই বা কার নাম থাকবে। এবিষয়ে রোশন গিরি ও অনিত থাপার বক্তব্য শোনার পর আগামী দু'সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে। নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিমল গুরুং পন্থী রোশন গিরি ও বিনয় তামাং পন্থী অনিত থাপা এই দুই পক্ষের বক্তব্য শোনার পরই নির্বাচন কমিশনকে জানাতে হবে তাদের সিদ্ধান্ত। জানালেন বিচারপতি দেবাংশু বসাক।

গোর্খা জনমুক্তি মোর্চার বর্তমান সভাপতি বিনয় তামাং এবং সম্পাদক অনিত থাপার নাম নির্বাচন কমিশন নথিভুক্ত করেনি, এই দাবিতে ৮ মার্চ হাইকোর্টের দ্বারস্থ হয় অনিত থাপা। তার আইনজীবী শ্রীজীব চক্রবর্তী এই দাবি জানিয়ে বলেন, "২০১৮-র ১ এপ্রিলে দলের নির্বাচন হয়। বিমল গুরুংদের সরিয়ে তারা জিতে আসে। নিয়ম অনুযায়ী পুরোনোদের নাম সরিয়ে নব নির্বাচিতদের নাম নথিভুক্ত করতে হয় কমিশনে। না হলে সেই নির্বাচন বেআইনি হয়ে যায়। সেই মত চিঠি পাঠানো হয়েছিল নির্বাচন কমিশনকে। কিন্ত নির্বাচন কমিশন নাম নথিভুক্ত করেনি।"

সেই মামলাটি আজ বিচারপতি দেবাংশু বসাকের সিঙ্গল বেঞ্চে উঠলে দু'পক্ষই নিজেদের মতামত জানায় কোর্টকে। শুনানির পর বিমল গুরুং ও রোশন গিরির আইনজীবী অষিমেশ গোস্বামী জানান, "আমরা যে আসল গোর্খা জনমুক্তি মোর্চা তার সাপেক্ষে আমরা প্রমাণপত্র দাখিল করব। পাশাপাশি বিনয় তামাঙের হয়ে অনিত থাপাকে নথিপত্র দিতে বলা হয়েছে। তারপর নির্বাচন কমিশন ঠিক করবে কারা সভাপতি, সম্পাদকের পদে থাকবে। মোর্চার লোগো ব্যবহার করবে। আমাদের বক্তব্য, গোর্খা জনমুক্তি মোর্চা ১ সেপ্টেম্বর ২০১৭ সালে রোশন গিরি ও বিমল গুরুঙের নেতৃত্বে বিনয় তামাং ও অনিত থাপাকে পার্টি থেকে বহিষ্কার করে। ওদের কোন অধিকার নেই পার্টিকে রিপ্রেজ়েন্ট করার। ওদের পিছনে জনসমর্থন নেই। ওরা চলছে পুলিশের সমর্থনে। প্রশাসনের সমর্থনে। ওদের পিছনে মানুষ নেই। কিন্ত গুরুয়ের পিছনে মানুষ রয়েছে। সেটাই নির্বাচন কমিশনকে জানানো হবে।"

অন্যদিকে অনিত থাপা, বিনং তামায়ের আইনজীবী শ্রীজীব চক্রবর্তী বলেন, "গোর্খা জনমুক্তি মোর্চার কেন্দ্রীয় কমিটির মিটিং হয় ১ এপ্রিল ২০১৮ তে। সেখানে বিনয় তামাং সভাপতি ও অনিত থাপা সম্পাদক নির্বাচিত হন। এরপর নির্বাচন কমিশনকে জানানো হয় এদের নাম কমিশনের রেকর্ডে তুলতে। কিন্ত সেটা করেনি কমিশন। বিচারপতি দেবাংশু বসাক নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনকে ১৪ দিনের মধ্যে সব পক্ষের বক্তব্য শোনার পর সিদ্ধান্ত নিতে।"

ABOUT THE AUTHOR

...view details